james - majhe majhe كلمات الأغنية
Loading...
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন,
মাঝে মাঝে নিজেকে বড় শূণ্য লাগে
দাঁড়িয়ে থাকা দূরের সাদা কাফন।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।
হৃদয়ের মাঝে সিংহাসনে
রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড়
সে আছে আজ অনেক দূরে।
হৃদয়ের মাঝে সিংহাসনে
রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড়
সে আছে আজ অনেক দূরে।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।
আশার নয়ন সাগরেতে
ভাসিয়ে ছিলাম যে সুখের তরী
জেনেছি অনেকটা পথ এসে
মিথ্যে সকল আয়োজন।
আশার নয়ন সাগরেতে
ভাসিয়ে ছিলাম যে সুখের তরী
كلمات أغنية عشوائية
- callejon - kojote u.g.l.y. كلمات الأغنية
- stephan rizon - to the bone كلمات الأغنية
- alaina castillo - flex كلمات الأغنية
- labvēlīgais tips - tu mani demoralizē كلمات الأغنية
- teenage bottlerocket - been too long كلمات الأغنية
- anthony green - miracle sun (remix) كلمات الأغنية
- those poor bastards - never your soul كلمات الأغنية
- melly mel tha kidd - sometimes كلمات الأغنية
- will martian - shin gojira كلمات الأغنية
- necro - as deadly as can be كلمات الأغنية