
james - majhe majhe كلمات أغنية
Loading...
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন,
মাঝে মাঝে নিজেকে বড় শূণ্য লাগে
দাঁড়িয়ে থাকা দূরের সাদা কাফন।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।
হৃদয়ের মাঝে সিংহাসনে
রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড়
সে আছে আজ অনেক দূরে।
হৃদয়ের মাঝে সিংহাসনে
রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড়
সে আছে আজ অনেক দূরে।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।
আশার নয়ন সাগরেতে
ভাসিয়ে ছিলাম যে সুখের তরী
জেনেছি অনেকটা পথ এসে
মিথ্যে সকল আয়োজন।
আশার নয়ন সাগরেতে
ভাসিয়ে ছিলাম যে সুখের তরী
كلمات أغنية عشوائية
- miss a - touch (newport mix) كلمات أغنية
- the magnetic fields - when the brat upstairs got a drum kit كلمات أغنية
- green bull feat. fets & sea flap flap - girls just wanna have fun كلمات أغنية
- lucian - trip to california كلمات أغنية
- new york night market - made for two كلمات أغنية
- samuel jagger - lumsden كلمات أغنية
- dessola - pu$y كلمات أغنية
- yellow & certified - darkness كلمات أغنية
- wendy kay - mama papa كلمات أغنية
- maletich كلمات أغنية