kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

james - biday bandhobi biday كلمات الأغنية

Loading...

আমি তোমাকেই আরধ্য জানি
তাই তোমারই আরাধনায়
নতুন কাব্য লিখেছিলাম

যা ছিঁড়েছি ভীষণ ব্যথায়
তুমি মনের সিঁড়ির প্রতিটি ধাপে
রাখো আত্ম-প্রবঞ্চনা
তুমি ভাবতেই ভালোবাসো আমি
খুব বোকা কিছুই বুঝিনা
তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়
তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়
বিদায় বান্ধবী বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়
বিদায় বান্ধবী বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়

তুমি শান্তি চুক্তির নামে
বারবার এসেছ আমার ঘরে
আমি অতীতেও করেছি ক্ষমা
করব আবার আসো যদি পরে
তুমি ধনুকের মত টঙ্কার দিলে
অন্তর মধ্যভাগে
আমি এখনও নীরব আছি
আমি নীরব ছিলামও আগে
তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়
তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়
বিদায় বান্ধবী বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়
বিদায় বান্ধবী বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়

ভুলে যেও ভুলে যেও আমায়
আমিও ভুলে যাবো
বিদায় বান্ধবী বিদায়
বিদায় বান্ধবী বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...