james - biday bandhobi biday كلمات الأغنية
আমি তোমাকেই আরধ্য জানি
তাই তোমারই আরাধনায়
নতুন কাব্য লিখেছিলাম
যা ছিঁড়েছি ভীষণ ব্যথায়
তুমি মনের সিঁড়ির প্রতিটি ধাপে
রাখো আত্ম-প্রবঞ্চনা
তুমি ভাবতেই ভালোবাসো আমি
খুব বোকা কিছুই বুঝিনা
তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়
তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়
বিদায় বান্ধবী বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়
বিদায় বান্ধবী বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়
তুমি শান্তি চুক্তির নামে
বারবার এসেছ আমার ঘরে
আমি অতীতেও করেছি ক্ষমা
করব আবার আসো যদি পরে
তুমি ধনুকের মত টঙ্কার দিলে
অন্তর মধ্যভাগে
আমি এখনও নীরব আছি
আমি নীরব ছিলামও আগে
তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়
তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়
বিদায় বান্ধবী বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়
বিদায় বান্ধবী বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়
ভুলে যেও ভুলে যেও আমায়
আমিও ভুলে যাবো
বিদায় বান্ধবী বিদায়
বিদায় বান্ধবী বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়
كلمات أغنية عشوائية
- călinacho & ștefan costea - un nou început كلمات الأغنية
- teys - makulit ka كلمات الأغنية
- aljas - nie kręci cię كلمات الأغنية
- good looks - vaughn كلمات الأغنية
- jared frost - better alone كلمات الأغنية
- angie k - red dirt on mars كلمات الأغنية
- bonny light horseman - don't know why you move me كلمات الأغنية
- aiko - あたしのせい(atashi no sei) كلمات الأغنية
- monisa - parkbank كلمات الأغنية
- jrk 19 - alcatel كلمات الأغنية