
islam manik - shorol meye كلمات أغنية
সরলতায় ভরা একটি মেয়ে
প্রথম দেখাতেই যে মন কেড়েছে
সরল দুটি চোখ মায়াবি ঐ মুখ
যার কথা দিয়েছিলো আমায় বড় সুখ
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
আলোর শিখা হয়ে এসেছো তুমি
পুর্নিমার চাঁদ হয়ে থেকো তুমি
ভুরের পাখি হয়ে এসেছো তুমি
রাতের তাঁরা হয়ে থেকো তুমি
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেঘেরা ছুয়ে যায় দুর পাহাড়ে
বন্ধু হয়ে থেকো তুমি মন মাজারে
নদীরা ছুটে যায় সাগর পানে
কে তোমায় ডাকি আমি গানে গানে
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
সরলতায় ভরা একটি মেয়ে
প্রথম দেখাতেই যে মন কেড়েছে
সরল দুটি চোখ মায়াবি ঐ মুখ
যার কথা দিয়েছিলো আমায় বড় সুখ
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
হে মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
كلمات أغنية عشوائية
- blac chyna - pornhub valentine (intro skit) كلمات أغنية
- randy rogers band - crazy people كلمات أغنية
- pnb rock - right now (2019) كلمات أغنية
- dewi mustika - cari jodoh كلمات أغنية
- hotel books - death is a terrifying thing كلمات أغنية
- louise - perfect كلمات أغنية
- november47 - lonely @ the-top كلمات أغنية
- josh beech - left behind كلمات أغنية
- 6obby - bullet كلمات أغنية
- somlata and the aces - ude jete chaye كلمات أغنية