kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ishaan & shuvendu das shuvo - gul bahar كلمات أغنية

Loading...

[verse 1]
লাল বাজারে গলির মোড়ে
পান দোকানের খরিদ্দার
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার
লাল বাজারে গলির মোড়ে
পান দোকানের খরিদ্দার
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার

[pre_chorus]
নাম ছিল তার গুলবাহার
দেখতে ভারী চমৎকার
নাম ছিল তার গুলবাহার
দেখতে ভারী চমৎকার
তুলনা যে হয় না তার
হোসনে আরা গুলবাহার

[chorus]
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার!
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার!

[guitar solo]
[verse 2]
চালাক চতুর ভঙি মাখা
কারসাজি তার বেজায় খুব
নাস্তানাবুদ হয়ে শেষে
প্রেম দরিয়ায় দিলাম ডুব
চালাক চতুর ভঙি মাখা
কারসাজি তার বেজায় খুব
নাস্তানাবুদ হয়ে শেষে
প্রেম দরিয়ায় দিলাম ডুব
দরখাস্ত আদান_প্রদান
আদর, সোহাগ
রাগ, অভিমান
দরখাস্ত আদান_প্রদান
আদর, সোহাগ
রাগ, অভিমান
পথে_ঘাটে ইনতেজার
হোসনে আরা গুলবাহার!

[instrumental break]

[verse 3
মুসাফিরি দিশেহারা
বান্ধা প্রেমের কাফেলায়
কেচ্ছা গজল মেহফিলে
হাঙ্গামা মাতে জলসায়
মুসাফিরি দিশেহারা
বান্ধা প্রেমের কাফেলায়
কেচ্ছা গজল মেহফিলে
হাঙ্গামা মাতে জলসায়
[bridge]
হঠাৎ একদিন গায়েব হয়ে
ঘায়েল করে এ আমারে
করলো প্রেমের ইশতাহার
হোসনে আরা গুলবাহার
খোশমেজাজি মন তাহার
নাজির হলো ঘুম আমার

[pre_chorus]
নাম ছিল তার গুলবাহার
দেখতে ভারী চমৎকার
তুলনা যে হয় না তার
হোসনে আরা গুলবাহার

[chorus]
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার!

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...