irfug - comilla 3500 كلمات الأغنية
[verse 1: sadzz]
aye, let’s go
আমার পোলাপান একলগে
ভালার ভালা, খারাপ একের, মালপাতি ready stock_এ
giving shoutout to চর্থা, i’m from the south zone
cruel known, ২ নং sector পুরা thug zone
ভাইনীতি এইদিকে সব terror ৫০০
কাপঝাপ হইলে পৌইছা যাইবো direct লাশ_সহ
পুরান মাল ভাঙারি, সব পাকনা ঝুনা ঝুনা
line_এর কথা line_এ না থাকলে সব খায়া যাবি ধুনা
টমসমব্রীজ, তালপুকুর, রানীরদীঘি, রাজাপাড়া
রানীরবাজার, শাসনগাছা, ধর্মপুর, ঠাকুরপাড়া
পুলিশলাইন, রাজগঞ্জ, চকবাজার, পট্টিপাড়া
সব set, জায়গা মত পোলাপান সব খাড়া
aye, কদর করলে আদর বারে, না করলে শেষ
বেয়াদপি হইলে চোখ পল্টি, ভায়াপি শেষ
এডা দেখ দেখ, ঠিকানা দেখ দেখ কুমিল্লা ৩৫০০
দেখ দেখ ঠিকানা দেখ দেখ, code ৩৫০০
[chorus: irfug]
এইডা কুমিল্লা, পোলাপান সব খারাপি
এই কুমিল্লা, পাড়া দিলে হাত উঠাবি
দেখ কুমিল্লা, পোলাপান সব খারাপি
আমগো এলাকায় ঢুকলে নগদ হাত উঠাবি
এই কুমিল্লা, পোলাপান সব খারাপি
এইডা কুমিল্লা, পাড়া দিলে হাত উঠাবি
দেখ কুমিল্লা, পোলাপান সব খারাপি
আমগো এলাকায় ঢুকলে নগদ হাত উঠাবি
[verse 2: irfug]
গুলি চালাবি তো ভায়া চালা ঠিকসে (ঠিকসে)
পোলা হাতে গুলি মাইরা কয় খেলা জিতসে (জিতসে)
আরে নলা শিখসে, উড়তে পাঙ্খা লাগে না
তোগো খোঁচা_খোঁচি দেইখা আমার চাঙ্গা লাগে না
বেটা ঝাওয়ালি জিন্দেগি কইরা পার, আমি কার?
মন প্রাণ কয় পয়সা_পাত্তি দরকার
তাইলে করি hustling, suit_এর উপরে bandana
যারা জন্মেরতে street, ওগো অলি_গলি চিনা
শোন, মিষ্টি মধু খাইতে চাইলে চইলা যা গা border এলাকায়
পাইলে পিডাই যত বাবাখোর, cheater (দৌড়া)
দুই_চার_পাঁচ এ খেলা হইলে board এইডা আমার
খালি মুখে ডাক দিলে এদিকে load সব কামান
চলে উৎপাত মহল্লার প্রতি গল্লি, চিপা মোরে
অন্ধকারে চুপে সিলি পরে খুরের সব পোচে
mbbs পোলাপান জন্মেরতে operation master
welcome to কুমিল্লা, ভাই_ব্রাদার লইয়া তোলপাড়
[chorus: irfug]
এইডা কুমিল্লা, পোলাপান সব খারাপি
এই কুমিল্লা, পাড়া দিলে হাত উঠাবি
দেখ কুমিল্লা, পোলাপান সব খারাপি
আমগো এলাকায় ঢুকলে নগদ হাত উঠাবি
এই কুমিল্লা, পোলাপান সব খারাপি
এইডা কুমিল্লা, পাড়া দিলে হাত উঠাবি
দেখ কুমিল্লা, পোলাপান সব খারাপি
আমগো এলাকায় ঢুকলে নগদ হাত উঠাবি
[verse 3: pakhandi]
এই দেখ কারা খারা, খবর ল তারা কারা
বাংলা rap সারা দেশে, মাগার আলাদা কুমিল্লা
লইয়া দেখ feel’ডা, খাঁটি বাংলা হুইন্না
লইয়া লইসি গিল্লা ভাই_ব্রাদার মিল্লা, চিল্লা
পোলাপানডি কই? ওই!
সারাদেশে লাইগ্যা গেসেগা হইচই
খারার উপরে যহন আমি আমার mic লই
যা কই, তা শই!
সব নলা ভাইগ্যা গেলি কই?
দেখ কারা খারা, আকাশেরই যেন তারা
hip_hop ওগো রক্তে, বাড়ি কুমিল্লা
ভাই gorilla, কইরা দিব ভিল্লা
জান লইয়া পালা নাইলে একটা কদম আগা
গানে নাই ধার, খালি দামি কারবার
নেশা কইরা ছারখার তাগোর ঘড় সংসার
কইরা কালা কারবারি ওগোর বাপে করসে বাড়ি
রাইখা মোল্লার মত দাড়ি কাকা করে বাটপারি
[chorus: irfug]
এইডা কুমিল্লা, পোলাপান সব খারাপি
এই কুমিল্লা, পাড়া দিলে হাত উঠাবি
দেখ কুমিল্লা, পোলাপান সব খারাপি
আমগো এলাকায় ঢুকলে নগদ হাত উঠাবি
এই কুমিল্লা, পোলাপান সব খারাপি
এইডা কুমিল্লা, পাড়া দিলে হাত উঠাবি
দেখ কুমিল্লা, পোলাপান সব খারাপি
আমগো এলাকায় ঢুকলে নগদ হাত উঠাবি
كلمات أغنية عشوائية
- knówknó - yolove كلمات الأغنية
- p.m. dawn - i'd die without you (extended remix radio edit) كلمات الأغنية
- phoenix beatz - liebe كلمات الأغنية
- cuca, la - rap de dar كلمات الأغنية
- david andrew sitek - so long كلمات الأغنية
- kurupt - make that ass shake كلمات الأغنية
- mathilde santing - wat is mijn hart كلمات الأغنية
- zoe boekbinder - bakery كلمات الأغنية
- la gusana ciega - dias al reves كلمات الأغنية
- derek minor - 116 كلمات الأغنية