kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

invalid artist name - amra korbo joy (bangla edition) كلمات أغنية

Loading...

আমরা করবো জয়
আমরা করবো জয় নিশ্চয়।
আহা বুকের গভীর, আছে প্রত্যয়
আমরা করবো জয় নিশ্চয়।

আমাদের নেই ভয়
আমাদের নেই ভয় আজ আর।
আহা বুকের গভীর, আছে প্রত্যয়
আমরা করবো জয় নিশ্চয়।

আমরা নই একা
আমরা নই একা আজ আর।
আহা বুকের গভীর, আছে প্রত্যয়
আমরা করবো জয় নিশ্চয়।

সত্য যে সাথী
সত্য যে সাথী মোদের
আছে মুক্তি নুতন বক্ষ পাতি
সত্য যে মোদের সাথী।

আমরা করবো জয় ।
আমরা করবো জয় নিশ্চয়।
আহা বুকের গভীর, আছে প্রত্যয়
আমরা করবো জয় নিশ্চয়।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...