indranil sen - jibonpuer pathik كلمات الأغنية
জীবন পুরের পথিক রে ভাই
কোন দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
জীবন পুরের পথিক রে ভাই
কোন দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
খেয়াল পোকা যখন আমার
মাথায় নড়ে চড়ে
আমার তাসের ঘরের বসতি
হে ওমনি ভেঙ্গে পরে রে
খেয়াল পোকা যখন আমার
মাথায় নড়ে চড়ে
আমার তাসের ঘরের বসতি
হে ওমনি ভেঙ্গে পরে…
তখন তালুক ছেড়ে মুলুক
ফেলে হইরে ঘরের বার
বন্ধু রে…
তালুক ছেড়ে মুলুক ফেলে
হইরে ঘরের বার
আমি কোথাও আমার মনের
খবর পেলাম না।
জীবন পুরের পথিক রে ভাই
কোন দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
মন চলে আগে আগে আমি পরে
রই বন্ধু
মন চলে আগে আগে আমি পরে
রই
সোনার পিঞ্জর দিলাম
বাঁধে বাসা কই
পাখি বাঁধে বাসা কই
অকুল গাঙে ভাসলাম আমি
কুলের আশা ছাড়ি বন্ধু
রে…
অকুল গাঙে ভাসলাম আমি
কুলের আশা ছাড়ি
তবু কোথাও আমার মনের খবর
পেলাম না
জীবন পুরের পথিক রে ভাই
কোন দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
كلمات أغنية عشوائية
- kamau kaan - toblerone كلمات الأغنية
- endo y lele - no confio كلمات الأغنية
- girafot - ג'ירפות - girafot - ג'ירפות كلمات الأغنية
- billy cobb - dear friend who watches me sleeping كلمات الأغنية
- deco*27 - アンデッドアリス (undead alice) كلمات الأغنية
- fula_dkr - tutti i colori كلمات الأغنية
- maestro pellegrini - smettere كلمات الأغنية
- gable price and friends & kristene dimarco - you are my country كلمات الأغنية
- nunslaughter - spooky tails كلمات الأغنية
- clarkoh got that sauce! - like a feather كلمات الأغنية