indranil sen - bristir dine كلمات الأغنية
Loading...
বৃষ্টির দিনে স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে বৃষ্টির দিনে
কত আনন্দ দেয় উদাস করে তোলে জীবন
বৃষ্টির দিনে স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে আমায়
মন চলে যায় কুড়ি বছর পিছনে
মনে পরে সেই উতল হাওয়া
মন চলে যায় কুড়ি বছর পিছনে
মনে পরে সেই উতল হাওয়া
জীবনের নাটকে প্রথম অধ্যায়
উচ্ছল সেই দিনগুলি বৃষ্টির দিনে
স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে আমায়
মন খুঁজে আজ ফেলে আশা তোমাকে
শুনে সে গান যা তোমার গাওয়া
মন খুঁজে আজ ফেলে আশা তোমাকে
শুনে সে গান যা তোমার গাওয়া
তুমি যার শুরুটাই গাইলে সে দিন
শেষটুকু আজও জার বাকি
বৃষ্টির দিনে স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে আমায়
কত আনন্দ দেয় উদাস করে তোলে জীবন
বৃষ্টির দিনে স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে আমায়
হুম হু হু
হুম হু হু
হুম হু হু
হুম হু
হুম হু হু
হুম হু
كلمات أغنية عشوائية
- skinny elefanter - brekk brød bror كلمات الأغنية
- hq yerb - bald! (pacific end of unit project) كلمات الأغنية
- hanson - best of times كلمات الأغنية
- drims - despierta كلمات الأغنية
- days gone by - embrace me as i كلمات الأغنية
- guwap boy - thought thinking كلمات الأغنية
- dr. stein - twist un bob كلمات الأغنية
- half past two - your gaze is gone كلمات الأغنية
- kgrip - what’s poppin’ remix كلمات الأغنية
- wuem enceha - logałt كلمات الأغنية