
indalo - isd كلمات أغنية
Loading...
যদি রাত দুপুরে ঘুম ভাঙ্গে,
আমি পাশে নেই
ভয় পাবে কি?
অচেনা শহরে অচেনা কোন মুখ দেখে
মনে পড়বে কি?
যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
অলস কোন বিকেলে
লাল-কাঁচ গ্লাসে পোড়ে সময়
চুরমার, মাতাল
বরফ গলা রাত, ভেলভেট চাদর
তবুও কি স্বপ্নের আকাল?
যখন তোমার নীল রাতে
একে একে স্বপ্ন ফুরায়,
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠি
পাঠায় তোমার ঠিকানায়।
যখন তোমার ভয়গুলো,
আমার কাছে অসহায়
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
كلمات أغنية عشوائية
- jeff rosenstock - the fuzz [live] كلمات أغنية
- bernard garcianyc - nyc كلمات أغنية
- acidman - free star كلمات أغنية
- anivar - хрустальные сердца (crystal hearts) كلمات أغنية
- opprobrium - dark science كلمات أغنية
- derpy dinisoar - i eat pussy كلمات أغنية
- acidman - 永遠の底 (eien no soko) كلمات أغنية
- keznamdi - city lock (remix) كلمات أغنية
- not my grave - thousand ghosts كلمات أغنية
- damso - youvoi كلمات أغنية