indalo - isd كلمات الأغنية
Loading...
যদি রাত দুপুরে ঘুম ভাঙ্গে,
আমি পাশে নেই
ভয় পাবে কি?
অচেনা শহরে অচেনা কোন মুখ দেখে
মনে পড়বে কি?
যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
অলস কোন বিকেলে
লাল-কাঁচ গ্লাসে পোড়ে সময়
চুরমার, মাতাল
বরফ গলা রাত, ভেলভেট চাদর
তবুও কি স্বপ্নের আকাল?
যখন তোমার নীল রাতে
একে একে স্বপ্ন ফুরায়,
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠি
পাঠায় তোমার ঠিকানায়।
যখন তোমার ভয়গুলো,
আমার কাছে অসহায়
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
كلمات أغنية عشوائية
- strawbs - thirty days كلمات الأغنية
- strawbs - i turned my face into the wind كلمات الأغنية
- strawbs - deadly nightshade كلمات الأغنية
- strawbs - words of wisdom كلمات الأغنية
- strawbs - charmer كلمات الأغنية
- strawbs - sealed with a traitor's kiss كلمات الأغنية
- strawbs - why كلمات الأغنية
- strawbs - alexander the great كلمات الأغنية
- strawbs - the journey's end كلمات الأغنية
- strawbs - not all the flowers grow كلمات الأغنية