
indalo - 1996 كلمات أغنية
[refrain]
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
[verse 1]
দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন
তবুও তুমি ভালোবেসো আমায়
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাবার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না
[guitar solo]
[verse 2]
তুমি আমি
এ তরীর হাল ধরেছি
পাড়ি দেবো মোরা বহুদূর
পথে বাধা কত পাহাড় ও মরু
তবু তুমি ভেঙ্গে পড়োনা
পড়োনা
ঘুম আসেনা, আ, ঘুম আসেনা
নারে না ঘুম আসেনা
[refrain]
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
[refrain _ guitar solo]
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না…
كلمات أغنية عشوائية
- jeremy ivey - movies كلمات أغنية
- chris renzema - tear my house down كلمات أغنية
- khali dim's - naye mabe كلمات أغنية
- debbie taylor - touchin’ you كلمات أغنية
- tommy lee - caviar on a paper plate كلمات أغنية
- clxro - tua shawty كلمات أغنية
- lil tracy - coldheart! كلمات أغنية
- dj decks - wszystko czego potrzebuję / all i need كلمات أغنية
- rustage - 5 kage كلمات أغنية
- yakama - locked in كلمات أغنية