imtiaz mahbub - khuje jai tomay كلمات الأغنية
Loading...
ছিলে যে তুমি আমার
ছিলে যে তুমি আমার
হারিয়ে তুমি কোথায়
আমি যে তোমার ছায়ায়
এলোমেলো করে দিলে আমায়
পথ হারাই আমি তোমার আশায়
কেনো যে হতাশায় ডুবি
এলোমেলো করে দিলে আমায়
পথ হারাই আমি তোমার আশায়
কেনো যে আমি তোমায় ভাবি
খুঁজে যাই তোমায় অন্ধকারে
জানি খুঁজে পাবো না তোমায়
তবুও অপেক্ষায় শুধু তোমার
খুঁজে যাই তোমায় আমি অন্ধকারে
জানি খুঁজে পাবো না তোমায়
তবুও অপেক্ষায় শুধু তোমার
كلمات أغنية عشوائية
- avatar darko - sociopath كلمات الأغنية
- bmyoung - minute maid كلمات الأغنية
- 1 trait danger - multiple computer mark كلمات الأغنية
- atari3604 - so immaculate... (a tory lanez diss) كلمات الأغنية
- fréro delavega - le coeur éléphant (english version) كلمات الأغنية
- sanguino - you're mine كلمات الأغنية
- marvelous mosell - rigdomme كلمات الأغنية
- sanguino - puzzle كلمات الأغنية
- holly freeling - unwinding كلمات الأغنية
- like pacific - we're not straight-edge, but dylan is كلمات الأغنية