
imran - vashi dubi lyrics
Loading...
ভাবনা জুড়ে সারাদিন তুই
স্বপ্নলোকে তোকে আমি ছুঁই
তোর মাঝে আমি ভাসি ডুবি । – [ ২ বার ]
জানিনা কে আমায় শেখাবে
বলতে হবে তোকে কিভাবে
তোকে ভালবাসি খুবই ।
তোর মাঝে আমি ভাসি ডুবি
তোকে ভালবাসি খুবই । – [ ২ বার ]
কিছু কিছু, কথা থাকে
মুখ বলে যা বোঝানোর নয় ।
চোখটা দেখে মনটা পড়ে
সেই কথা গুলো বুঝে নিতে হয় ।
ও।। আর কতদিন, তোরই আসায়,
দিন গুনে জেতে হবে আমায়?,
মনের কথা, বলতে না পারার,
কষ্ট গুলো যে আমাকে পোড়ায় ।
কবে মন টাকে ছুবি?
বুঝবি ভালবাসি খুবই ।
তোর মাঝে আমি ভাসি ডুবি
তোকে ভালবাসি খুবই । – [ ২ বার ]
ভাবনা জুড়ে সারাদিন তুই
স্বপ্নলোকে তোকে আমি ছুঁই
তোর মাঝে আমি ভাসি ডুবি ।
জানিনা কে আমায় শেখাবে
বলতে হবে তোকে কিভাবে
তোকে ভালবাসি খুবই ।
তোর মাঝে আমি ভাসি ডুবি
তোকে ভালবাসি খুবই । – [ ২ বার ]
][ সমাপ্ত ][
Random Lyrics
- the lightning year - the needle lyrics
- the anxiety sweepstakes - self-doubt ave lyrics
- pjus - nic nie widzę, nic nie słyszę lyrics
- don ryan - strawberry lyrics
- the the - dolphins lyrics
- cloak n dagga - venomous spit (b.k. anthem) lyrics
- asoh black! - aposiopesis lyrics
- brigitte - quel beau dimanche lyrics
- richard séguin - quand la mémoire scintille lyrics
- worms-t - dass lyrics