
imran - vashi dubi كلمات أغنية
Loading...
ভাবনা জুড়ে সারাদিন তুই
স্বপ্নলোকে তোকে আমি ছুঁই
তোর মাঝে আমি ভাসি ডুবি । – [ ২ বার ]
জানিনা কে আমায় শেখাবে
বলতে হবে তোকে কিভাবে
তোকে ভালবাসি খুবই ।
তোর মাঝে আমি ভাসি ডুবি
তোকে ভালবাসি খুবই । – [ ২ বার ]
কিছু কিছু, কথা থাকে
মুখ বলে যা বোঝানোর নয় ।
চোখটা দেখে মনটা পড়ে
সেই কথা গুলো বুঝে নিতে হয় ।
ও।। আর কতদিন, তোরই আসায়,
দিন গুনে জেতে হবে আমায়?,
মনের কথা, বলতে না পারার,
কষ্ট গুলো যে আমাকে পোড়ায় ।
কবে মন টাকে ছুবি?
বুঝবি ভালবাসি খুবই ।
তোর মাঝে আমি ভাসি ডুবি
তোকে ভালবাসি খুবই । – [ ২ বার ]
ভাবনা জুড়ে সারাদিন তুই
স্বপ্নলোকে তোকে আমি ছুঁই
তোর মাঝে আমি ভাসি ডুবি ।
জানিনা কে আমায় শেখাবে
বলতে হবে তোকে কিভাবে
তোকে ভালবাসি খুবই ।
তোর মাঝে আমি ভাসি ডুবি
তোকে ভালবাসি খুবই । – [ ২ বার ]
][ সমাপ্ত ][
كلمات أغنية عشوائية
- okaga - the white eye barrier كلمات أغنية
- zuka (주카) (kor) - bad كلمات أغنية
- martyn joseph - call it democracy كلمات أغنية
- dalo unique - together to the moon كلمات أغنية
- claire martin - train in the desert كلمات أغنية
- seulgiriot - 아니용하세이요! i'm anne! welcome to 마이 팟-팟-팟 (full version) كلمات أغنية
- dj papagaio - montagem alucinante critical (slowed) كلمات أغنية
- gabriela rocha - reconhecemos كلمات أغنية
- i, the machine - a.n. 602 كلمات أغنية
- figure skater - yeah mothafucka 2 كلمات أغنية