
imran - valobashar murshid كلمات أغنية
সিংগারঃ ইমরান,
টাইটেলঃ ভালবাসার মুর্শিদ,
লিরিকঃ মোঃ নয়ন চৌধুরি।
এমন কইরা চাইগো যারে, কেমন কইরা পাইগো তারে
তার বিহনে জীবন আমার একলা উজান চর।
এমন কইরা চাইগো যারে, কেমন কইরা পাইগো তারে
তার বিহনে জীবন আমার একলা উজান চর।
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর,
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর।
চক্ষু মেইলা খুজি এত, থাকে যে সে নিজের মত,
চক্ষু মেইলা খুজি এত, থাকে যে সে নিজের মত,
দেয়না দেখা কয়না কথা, দেয়না দেখা কয়না কথা-
ভবের কারিগর।
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর।
কত করে তারে ডাকি, শোনে না সে দেয় যে ফাকি
কত করে তারে ডাকি, শোনে না সে দেয় যে ফাকি
রইযে একা সই যে বেথা, রইযে একা সই যে ব্যথা-
আজব জাদুকর।
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর,
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর।
এমন কইরা চাইগো যারে, কেমন কইরা পাইগো তারে
তার বিহনে জীবন আমার একলা উজান চর।
এমন কইরা চাইগো যারে, কেমন কইরা পাইগো তারে
তার বিহনে জীবন আমার একলা উজান চর।
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর,
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর।
كلمات أغنية عشوائية
- bosca - der beat schlägt كلمات أغنية
- kuningasidea - prinsessa كلمات أغنية
- daf boyz - cheap jonathan (peekaboo remix) كلمات أغنية
- skizzophonic - retro كلمات أغنية
- summertime's end - valentine's day كلمات أغنية
- vixen - wymagania كلمات أغنية
- jagwar rapsta - intellectuals كلمات أغنية
- en espíritu y en verdad - glorioso rey كلمات أغنية
- vel 9 - ain't a reason كلمات أغنية
- ox (rapper) - death & honour كلمات أغنية