
imran - moner nagale كلمات أغنية
মনের নাগালে এসেও হারালে
পারছি তা মেনে নিতে
সপ্নের সাগরে ভাসিয়ে ডুবালে
আগেই ফিরিয়ে দিতে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
না না না নানা নারা…
স্মৃতির শহর দাপিয়ে বেড়াই আমার ভুলের খুজে
কারণে যার ছেড়েছ আমায় এতটা সহজে
তোমাকে যে কখনও আর পাবনা আমার পাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালোবাসে
মনের নাগালে এসেও হারালে
পারছি তা মেনে নিতে
সপ্নের সাগরে ভাসিয়ে ডুবালে
আগে ফিরিয়ে দিতে
এ হে না না না…
আমি ছাড়ায় এখন আমার ভালবাসা ভালোয় আছে
এটায় এখন শান্তনায় আমার নিজের কাছে
তোমাকে যে কখনও আর পাবনা আমার পাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালোবাসে
মনের নাগালে এসেও হারালে
পারছি তা মেনে নিতে
সপ্নের সাগরে ভাসিয়ে ডুবালে
আগেই ফিরিয়ে দিতে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
না না না না নারে নারে…
كلمات أغنية عشوائية
- xbvtnt - алкомаркет كلمات أغنية
- rustic overtones - downside of looking up كلمات أغنية
- chymes - wild كلمات أغنية
- ade (r&b) - back then كلمات أغنية
- prototyperaptor - iconic كلمات أغنية
- lilnedbigby - antifreeze كلمات أغنية
- toby marlow & lucy moss - no way كلمات أغنية
- the mighty mighty bosstones - the constant كلمات أغنية
- deicide - even the gods can bleed كلمات أغنية
- olga tañón - bésame agresivamente كلمات أغنية