kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

imran - moner nagale كلمات الأغنية

Loading...

মনের নাগালে এসেও হারালে
পারছি তা মেনে নিতে
সপ্নের সাগরে ভাসিয়ে ডুবালে

আগেই ফিরিয়ে দিতে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
না না না নানা নারা…
স্মৃতির শহর দাপিয়ে বেড়াই আমার ভুলের খুজে
কারণে যার ছেড়েছ আমায় এতটা সহজে
তোমাকে যে কখনও আর পাবনা আমার পাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালোবাসে
মনের নাগালে এসেও হারালে
পারছি তা মেনে নিতে
সপ্নের সাগরে ভাসিয়ে ডুবালে
আগে ফিরিয়ে দিতে
এ হে না না না…
আমি ছাড়ায় এখন আমার ভালবাসা ভালোয় আছে
এটায় এখন শান্তনায় আমার নিজের কাছে
তোমাকে যে কখনও আর পাবনা আমার পাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালোবাসে
মনের নাগালে এসেও হারালে
পারছি তা মেনে নিতে
সপ্নের সাগরে ভাসিয়ে ডুবালে
আগেই ফিরিয়ে দিতে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
না না না না নারে নারে…

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...