
imran - hridoydani lyrics
Loading...
ভালোবেসে তোমাকে,
বদলে গেল আমার সবই,
দুচোখে তোমার স্বপন,
চারিদিকে তোমার ছবি ।
আমার যত কথা,
তোমাকে প্রেরনা মানি,
জীবনে তোমার মতো,
কেউ নেইতো আপন জানি ।
পেতে দিলাম হৃদয়দানী,
রাখো তোমার হৃদয় খানি,
রাখো তোমার হৃদয় খানি
পেতে দিলাম হৃদয়দানী ।
আকাশ মেপে দিলাম তারা,
গুনে নিও সময় করে,
বাতাস জুড়ে,
দিলাম ছোঁয়া,
রেখে দিও দুহাত, ভোরে ।
তারা ঝরে পড়ে,
পাখি তবু ওরে আকাশে,
তুমি লেগে আছো আলো বাতাসে ।
পেতে দিলাম হৃদয়দানী,
রাখো তোমার হৃদয় খানি,
রাখো তোমার হৃদয় খানি
পেতে দিলাম হৃদয়দানী ।
তোমায় নিয়ে,
হলাম একা,
আরো হবো নিঃস্ব … আমি ।
তোমার কাছে … উজাড় হবো,
তুমি দিও প্রেমের … দামি ।
পথে চেয়ে আছি, আশা নিয়ে বাঁচি,
হৃদয়ে …।
দূরে তুমি বলো রবো কি নিয়ে,
পেতে দিলাম হৃদয়দানী,
রাখো তোমার হৃদয় খানি,
রাখো তোমার হৃদয় খানি
পেতে দিলাম হৃদয়দানী ।
———-end———-
كلمات أغنية عشوائية
- pmartt - caught in love lyrics
- jean-louis aubert - roc' éclair lyrics
- hermann weiss - elefant im raum lyrics
- field report - route 18 lyrics
- momus - i ate a girl right up lyrics
- function adams - life moves fast lyrics
- bomb - risho gheychi lyrics
- divorcee - the last fist lyrics
- måns zelmerlöw - brother oh brother - video version lyrics
- urban escape - angel lyrics