kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

imran - hridoydani كلمات الأغنية

Loading...

ভালোবেসে তোমাকে,
বদলে গেল আমার সবই,
দুচোখে তোমার স্বপন,

চারিদিকে তোমার ছবি ।
আমার যত কথা,
তোমাকে প্রেরনা মানি,
জীবনে তোমার মতো,
কেউ নেইতো আপন জানি ।
পেতে দিলাম হৃদয়দানী,
রাখো তোমার হৃদয় খানি,
রাখো তোমার হৃদয় খানি
পেতে দিলাম হৃদয়দানী ।
আকাশ মেপে দিলাম তারা,
গুনে নিও সময় করে,
বাতাস জুড়ে,
দিলাম ছোঁয়া,
রেখে দিও দুহাত, ভোরে ।
তারা ঝরে পড়ে,
পাখি তবু ওরে আকাশে,
তুমি লেগে আছো আলো বাতাসে ।
পেতে দিলাম হৃদয়দানী,
রাখো তোমার হৃদয় খানি,
রাখো তোমার হৃদয় খানি
পেতে দিলাম হৃদয়দানী ।
তোমায় নিয়ে,
হলাম একা,
আরো হবো নিঃস্ব … আমি ।
তোমার কাছে … উজাড় হবো,
তুমি দিও প্রেমের … দামি ।
পথে চেয়ে আছি, আশা নিয়ে বাঁচি,
হৃদয়ে …।
দূরে তুমি বলো রবো কি নিয়ে,
পেতে দিলাম হৃদয়দানী,
রাখো তোমার হৃদয় খানি,
রাখো তোমার হৃদয় খানি
পেতে দিলাম হৃদয়দানী ।
———-end———-

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...