imran - bahudore كلمات الأغنية
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মত
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে
একই সাথে পথ চলা
কত কথা ছিলো বলা
সবই যেন আজ শুধু স্মৃতি হলো
জানিনা এ কোন রাত এলো
জ্বলছে হৃদয় উড়ছে সময়
তুই কেনো থাকিস বল
তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মত
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে
একা একা বেঁচে থাকা
তোকে ছাড়া চলে না জীবন
লাগে যেন সবই ফাঁকা
বুকের ভেতর এ কী দহন
চেনা চেনা একই পথে
তোরই আশায় এখনো বসে
পাশাপাশি হাঁটবো সাথে
আবারো খুব ভালোবেসে
জ্বলছে হৃদয় উড়ছে সময়
তুই কেনো থাকিস বল
তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মত
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে
মনে মনে খুঁজে ফিরি
ভালোবাসি তোকে যে ভীষণ
কত বাঁধা দিলে পাড়ি
বলনা হবো তোরই আপন
যত ভাবি ভুলে যাব
তত বেশি যেন পরে মনে
ভালো কেমন বাসি আমি
শুধু আমার এই প্রাণ জানে
জ্বলছে হৃদয় উড়ছে সময়
তুই কেনো থাকিস বল
তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মত
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে
made by সামিউল আলম
كلمات أغنية عشوائية
- higher state - move كلمات الأغنية
- arise roots - indigenous people كلمات الأغنية
- night sweats - lay hands off كلمات الأغنية
- avtomobili - ljubezen ne stanuje tu كلمات الأغنية
- nemes - 60 days كلمات الأغنية
- tyler hilton - indian summer كلمات الأغنية
- ida laurberg - how you feel كلمات الأغنية
- wit. apollo - zone كلمات الأغنية
- kaceo$pades - ssippi كلمات الأغنية
- shinobi squad - hermès كلمات الأغنية