
imran - bahudore كلمات أغنية
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মত
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে
একই সাথে পথ চলা
কত কথা ছিলো বলা
সবই যেন আজ শুধু স্মৃতি হলো
জানিনা এ কোন রাত এলো
জ্বলছে হৃদয় উড়ছে সময়
তুই কেনো থাকিস বল
তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মত
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে
একা একা বেঁচে থাকা
তোকে ছাড়া চলে না জীবন
লাগে যেন সবই ফাঁকা
বুকের ভেতর এ কী দহন
চেনা চেনা একই পথে
তোরই আশায় এখনো বসে
পাশাপাশি হাঁটবো সাথে
আবারো খুব ভালোবেসে
জ্বলছে হৃদয় উড়ছে সময়
তুই কেনো থাকিস বল
তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মত
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে
মনে মনে খুঁজে ফিরি
ভালোবাসি তোকে যে ভীষণ
কত বাঁধা দিলে পাড়ি
বলনা হবো তোরই আপন
যত ভাবি ভুলে যাব
তত বেশি যেন পরে মনে
ভালো কেমন বাসি আমি
শুধু আমার এই প্রাণ জানে
জ্বলছে হৃদয় উড়ছে সময়
তুই কেনো থাকিস বল
তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মত
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে
made by সামিউল আলম
كلمات أغنية عشوائية
- lay (exo) - mym كلمات أغنية
- wednesday 13 - god is a lie كلمات أغنية
- dj screw - come and take a ride (freestyle) كلمات أغنية
- jt machinima - looks can kill كلمات أغنية
- chvpo - trvplife كلمات أغنية
- dayytona fox - one more كلمات أغنية
- kharlles - march 6, 1998 كلمات أغنية
- chel - game changer كلمات أغنية
- ettrick shepherd - album mode كلمات أغنية
- rosario - doofy كلمات أغنية