kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

imran & bristy - bolo sathiya كلمات الأغنية

Loading...

বল সাথীয়া এই ভাঙা মনে লাগে কি জোড়া,
বল না বল হায়, ডানা ছাড়া যায় কি উঁরা ।

তুমিহীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।

তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।

বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায়, ডানা ছাড়া যায় কি উঁরা ।

দিপ নিভে যাওয়া আরালে,
কেন তুমি পা বাড়ালে,
মেঘলা মোমেরই আকাশে,
সূর্য হয়না উদয় ।

দিপ নিভে যাওয়া আরালে,
কেন তুমি পা বাড়ালে,
মেঘলা মোমেরই আকাশে,
সূর্য হয়না উদয় ।

তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।

তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।

বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায় ডানা ছাড়া যায় কি উঁরা ।

ঘুম উঁরে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে,
স্বপ্ন জরানো দুচোখে,
লুকিয়ে আছে সংশয় ।

ঘুম উঁরে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে,
স্বপ্ন জরানো দুচোখে,
লুকিয়ে আছে সংশয় ।

তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।

তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।

বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায় ডানা ছাড়া যায় কি উঁরা ।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...