
imran & bristy - bolo sathiya كلمات أغنية
বল সাথীয়া এই ভাঙা মনে লাগে কি জোড়া,
বল না বল হায়, ডানা ছাড়া যায় কি উঁরা ।
তুমিহীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায়, ডানা ছাড়া যায় কি উঁরা ।
দিপ নিভে যাওয়া আরালে,
কেন তুমি পা বাড়ালে,
মেঘলা মোমেরই আকাশে,
সূর্য হয়না উদয় ।
দিপ নিভে যাওয়া আরালে,
কেন তুমি পা বাড়ালে,
মেঘলা মোমেরই আকাশে,
সূর্য হয়না উদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায় ডানা ছাড়া যায় কি উঁরা ।
ঘুম উঁরে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে,
স্বপ্ন জরানো দুচোখে,
লুকিয়ে আছে সংশয় ।
ঘুম উঁরে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে,
স্বপ্ন জরানো দুচোখে,
লুকিয়ে আছে সংশয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায় ডানা ছাড়া যায় কি উঁরা ।
كلمات أغنية عشوائية
- russ - liquor weed & fucking often كلمات أغنية
- christopher bonilla - we are praying for (lyrical righteousness) كلمات أغنية
- y$l blvze - before i blow كلمات أغنية
- chris brown - before you go (wake me up) كلمات أغنية
- debauchery - murder squad كلمات أغنية
- natewantstobattle - monster inside كلمات أغنية
- french - ymn (young mali niggas) كلمات أغنية
- rancore (br) - escadacronia كلمات أغنية
- dwayne applewhite - o كلمات أغنية
- xpect the worst - sweatergod كلمات أغنية