
imran & bristy - bolo sathiya lyrics
বল সাথীয়া এই ভাঙা মনে লাগে কি জোড়া,
বল না বল হায়, ডানা ছাড়া যায় কি উঁরা ।
তুমিহীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায়, ডানা ছাড়া যায় কি উঁরা ।
দিপ নিভে যাওয়া আরালে,
কেন তুমি পা বাড়ালে,
মেঘলা মোমেরই আকাশে,
সূর্য হয়না উদয় ।
দিপ নিভে যাওয়া আরালে,
কেন তুমি পা বাড়ালে,
মেঘলা মোমেরই আকাশে,
সূর্য হয়না উদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায় ডানা ছাড়া যায় কি উঁরা ।
ঘুম উঁরে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে,
স্বপ্ন জরানো দুচোখে,
লুকিয়ে আছে সংশয় ।
ঘুম উঁরে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে,
স্বপ্ন জরানো দুচোখে,
লুকিয়ে আছে সংশয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায় ডানা ছাড়া যায় কি উঁরা ।
Random Lyrics
- wesley willis - douse me with gasoline lyrics
- st woods - a part from god lyrics
- yung lxve - dying* lyrics
- krystal evette - burn with me lyrics
- s club 7 - s club party (paul & bradley's remix) lyrics
- kingsmen (metal) - outsider lyrics
- руставели (rustaveli) - в памяти (in mind) lyrics
- matthew rajendram - i will trust lyrics
- crdry - new season lyrics
- big business - heavy shoes lyrics