kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

implicit - krodh lyrics

Loading...

গণতন্ত্র মনে জাগিয়ে
কবিতা লেখো অন্যের মন নিয়ে
ভিন্ন সংস্কৃতি আপন করতে গিয়ে

ভুলে গেছো একদিন স্বাধীন রাষ্ট্র ছিলে।

নাও নাও নাও নিয়ে যাও
দেশটাকে তুমি আবার বেচে দাও
যাও যাও যাও সরে যাও
সদা সত্য গণতন্ত্রের মূল্য নাই।

প্রেম, ভালোবাসা নানান সমাচার
কেউ করে না অন্যায়ের বিচার
গণতন্ত্র, প্রজাতন্ত্র একই
যাই বলো তা শুণ্য সব একই।

নাও নাও নাও নিয়ে যাও
দেশটাকে তুমি আবার বেচে দাও
যাও যাও যাও সরে যাও
সদা সত্য গণতন্ত্রের মূল্য নাই।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...