
imon mukherjee - mrityur rohosyo كلمات أغنية
#verse
সূর্যের তীব্র আলো তে
গলে যায় কত বরফের পাহাড়
মর্গের ঘরে তে বদ্ধ
পচে যাওয়া কত কত লাশ
#verse
ডিজেলের গন্ধে
তোমার রক্তের চাষ
টক্সিক এ মরে তিমি
আর তোমার মিথ্যের জাহাজ
#chorus
জ্বলে যাক
পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
শিরোনামে লেখা থাকবে
আমার মৃত্যুর রহস্য
#chorus
জ্বলে যাক
পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
খুঁজে পাওয়া যাবে একদিন
এক অরব হত্যার যন্ত্র
#bridge
কালো আর নিলের
আকাশের নিচে
কে জানে কার চরিত্র কি
কে নিষ্ক্রিয় আর কে হত্যাকারী?
#verse
পোস্টার বহনকারী ছেলে উঠলো কেঁদে
শোনো ছেলে
বলল বন্দুকের নল
চেম্বারে আজও তোমার জায়গা অবিকল
মর্ত আর পাতালের মাঝে আছে
এক বৃতাকার গ্রহ
তাও দেখেনি কেউ কোনোদিন
তোমার হেরে যাওয়ার যুদ্ধ
#chorus
জ্বলে যাক
পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
শিরোনামে লেখা থাকবে
আমার মৃত্যুর রহস্য
#chorus
জ্বলে যাক
পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
খুঁজে পাওয়া যাবে একদিন
এক অরব হত্যার যন্ত্র
#outro
জ্বলে যাক
পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
জ্বলে যাক
পুড়ে যাক
এই হত্যাকারীদের গ্রহ
end
كلمات أغنية عشوائية
- userx - headsick كلمات أغنية
- zavet - ополчение 2 dark (militia 2 dark) كلمات أغنية
- zaka - para de fingir (part. inês) كلمات أغنية
- krystal evette - psychotic tiara كلمات أغنية
- ca in la - cheers كلمات أغنية
- rainald grebe - adel كلمات أغنية
- hello shark - in montreal canyons كلمات أغنية
- lvz (fra) - brisé كلمات أغنية
- juice wrld - chicken wing كلمات أغنية
- coldxann, nirø - down for you كلمات أغنية