imon mukherjee - mrityur rohosyo كلمات الأغنية
#verse
সূর্যের তীব্র আলো তে
গলে যায় কত বরফের পাহাড়
মর্গের ঘরে তে বদ্ধ
পচে যাওয়া কত কত লাশ
#verse
ডিজেলের গন্ধে
তোমার রক্তের চাষ
টক্সিক এ মরে তিমি
আর তোমার মিথ্যের জাহাজ
#chorus
জ্বলে যাক
পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
শিরোনামে লেখা থাকবে
আমার মৃত্যুর রহস্য
#chorus
জ্বলে যাক
পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
খুঁজে পাওয়া যাবে একদিন
এক অরব হত্যার যন্ত্র
#bridge
কালো আর নিলের
আকাশের নিচে
কে জানে কার চরিত্র কি
কে নিষ্ক্রিয় আর কে হত্যাকারী?
#verse
পোস্টার বহনকারী ছেলে উঠলো কেঁদে
শোনো ছেলে
বলল বন্দুকের নল
চেম্বারে আজও তোমার জায়গা অবিকল
মর্ত আর পাতালের মাঝে আছে
এক বৃতাকার গ্রহ
তাও দেখেনি কেউ কোনোদিন
তোমার হেরে যাওয়ার যুদ্ধ
#chorus
জ্বলে যাক
পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
শিরোনামে লেখা থাকবে
আমার মৃত্যুর রহস্য
#chorus
জ্বলে যাক
পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
খুঁজে পাওয়া যাবে একদিন
এক অরব হত্যার যন্ত্র
#outro
জ্বলে যাক
পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
জ্বলে যাক
পুড়ে যাক
এই হত্যাকারীদের গ্রহ
end
كلمات أغنية عشوائية
- delerium ft. sarah mclachlan - (dj tiësto's in search of sunrise edit) كلمات الأغنية
- various artists - i will remember you كلمات الأغنية
- loren feat. banda ancha - por entonces كلمات الأغنية
- armandinho - melhor errar amando do que acertar chorando كلمات الأغنية
- lil bibby feat. lil herb - ain't heard nothing 'bout you كلمات الأغنية
- michael bublé with laura pausini - you'll never find another love like mine كلمات الأغنية
- david bowie - lets's dance كلمات الأغنية
- chicapala - hoy es dia de fiesta كلمات الأغنية
- banda aventurero - por una mujer casada (ranchera) كلمات الأغنية
- rancore - 05: 20 كلمات الأغنية