
imon mukherjee - kalo kak كلمات أغنية
Loading...
(verse)
সেই গরম বাতাসে একটা ঠান্ডা শিহরণ
আমার শরীরে , শিরায় শিরায়
আমি একা অপদার্থ
প্রতিটি ভুলের মধ্যে, খুড়েছি গভীর রন্ধ্র
(pre_chorus)
হারানো কিছু শুরু করা কঠিন
পরিবর্তনের উৎসবে
রক্তে মাখা লাশ কথা বলে
যার হাতে ও লাল রং লেগে
(chorus)
সেই কালো কাক আমাকে খুঁজে বেড়ায়
আমার অস্তিত্বের ভয়ে
সেই কালো কাক আমকে ঠুকরে খাবে
ওরা উড়ে আসে আমি যা দিয়েছি তা ফিরে পেতে চায়
(verse)
দিনের আলো ম্লান হওয়ার সাথে সাথে
আমি সাদা চাদর টেনে ঘামি
আমি নষ্ট করেছি রাতের নিস্তব্ধতাকে
আজ সময়ের মূল্য বাধ্য আমি দিতে
(guitar solo)
(chorus)
সেই কালো কাক আমাকে খুঁজে বেড়ায়
আমার অস্তিত্বের ভয়ে
সেই কালো কাক আজ তুমি আমি সবাই
এই পঁচা মৃত দেশের কারখানায়
(end)
كلمات أغنية عشوائية
- iglootopia-1 - asbestos paradise كلمات أغنية
- the whitlams black stump band - witness protection scheme كلمات أغنية
- impact worship, daniel epps-benn & emilia owens - i speak jesus كلمات أغنية
- phantxxxm - swag كلمات أغنية
- heroine (tur) - rockstar كلمات أغنية
- jon keith & miles minnick - don't forget كلمات أغنية
- aliceband - vacant ramblings كلمات أغنية
- rennan da penha, mc gibi & mc baiano - encosta a piroca كلمات أغنية
- the funeral portrait - holy water (2025) كلمات أغنية
- alejandro duran - por ella كلمات أغنية