
imon mukherjee - ei prithibitey (tomar keu noy) كلمات أغنية
আমি বেঁচে আছি
কোন অজানার দেশে
সব চরিত্রই এখন
কাল্পনিক এখানে
অবস্বাদের রোগে
সবাই কিনছে tablet
মানুষ এখন মানুষের জন্য
হয়ে গেছে headache
কেউ বেঁচে আছে
footpath_এ
কেউ মরছে
নিজের ঘরে
কেউ গাইছে গান
আনন্দে
কেউ সুর তুলছে
বিদ্রোহে
আর আমি সেই আলোর খোঁজে
বসে কালো মেঘের নীচে
দেখতে চাই হাজার তাঁরা
জ্বলবে আকাশে
এই পৃথিবীতে
সস্তায় ঘুম কিনতে
পাওয়া যায়
এই পৃথিবীতে
ciggerate টেনে শান্তিতে
থাকা যায়
এই পৃথিবীতে
তুমি শুধু ভিন্ন
প্রাণী নয়
এই পৃথিবীতে
তুমি শুধু তোমার আর তোমার
কেউ নয়
তোমার কেউ নয়
তোমার কেউ নয়
তোমার কেউ নয়
আমার সময় আমার দাম
আমার বেঁচে মোড়ে থাকা প্রাণ
আমার হারিয়ে যাওয়া গান
আমার শহর আমার ট্রাম
আর আমি সেই পথের খোঁজে
হাটছি কালো মেঘের নীচে
দেখতে চাই হাজার তাঁরা
জ্বলবে আকাশে
জ্বলবে আকাশে
এই পৃথিবীতে
সস্তায় ঘুম কিনতে
পাওয়া যায়
এই পৃথিবীতে
ciggerate টেনে শান্তিতে
থাকা যায়
এই পৃথিবীতে
তুমি শুধু ভিন্ন
প্রাণী নয়
এই পৃথিবীতে
তুমি শুধু তোমার আর তোমার
কেউ নয়
তোমার কেউ নয়
তোমার কেউ নয়
তোমার কেউ নয়
كلمات أغنية عشوائية
- jxcksxn - hop in the ride كلمات أغنية
- shane morgan raps - best friend (feat. mvdii) كلمات أغنية
- dj kross - what hip hop means to me كلمات أغنية
- zoo baby - limonade كلمات أغنية
- adaam - garaget ft.d50 كلمات أغنية
- hitta castro ft king baggz - real shit (verse) كلمات أغنية
- expensive soul - agora é que é كلمات أغنية
- september 87 - light years كلمات أغنية
- mysterious art - humunkulus (men of glass) كلمات أغنية
- christopher anton - living on the edge time كلمات أغنية