imon mukherjee - bolte paro كلمات الأغنية
Loading...
সকালের রং নীল না হয়ে
হয়ে যেত যদি বেনীল
সাগর যদি মিষ্টি হতো
নোনতা হতো নদী ঝিল
ইতিহাস এক বাস্তব
তবে ভেবে দেখেছো কি কোনোদিন?
ম্যান্ডেলা সাদা চামড়ার আর
কালো চামড়ার চ্যাপলিন
তুমি কি বলতে পারো
আজও পৃথিবীতে জ্বলবে আলো সব ঘরে ?
তুমি কি জানো
আমরা খুঁজে পাইনি জীবনের মানে
আমার জগতে নেই কোনো হিংসার
যুদ্ধ নেই কোনো রক্ত
নেই কাদা মাখা রাস্তায়
কোনো মানুষ মারার যন্ত্র
নাইবা হলে হিন্দু খ্রীষ্টান
নাইবা বললে তুমি ধর্মের স্লোগান
হেরে গিয়েও হার টা শিকার করে
তুমি নয় তো বন্দি আজ তুমি আজাদ
তুমি কি বলতে পারো ?
তোমার জ্বলবে আগুন স্বাধীনতার টানে
তুমি কি জানো
আমরা খুঁজে পেতে পারি জীবনের মানে
كلمات أغنية عشوائية
- gary wright - heartbeat كلمات الأغنية
- milos bojanic - crna ženo كلمات الأغنية
- slump6s - no trends (rough bandlab mix) كلمات الأغنية
- elcamino - nine on my lap كلمات الأغنية
- jhin - blue butterflies كلمات الأغنية
- youareanidiot.org - you are an idiot! song كلمات الأغنية
- billy raffoul - tangerine كلمات الأغنية
- emjay & beelial - mom كلمات الأغنية
- sebita - downplay كلمات الأغنية
- alphaville - the mysteries of love [single mix] كلمات الأغنية