kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

iman sen - ektorfa كلمات أغنية

Loading...

যাকে কোন দিনো তুমি পাবে না
তবু মন কেন মেনে মানে না
তাকে যেতে দাও, তাকে যেতে দাও।

যাকে মন থেকে চেয়েছি এতো
সে দুরে সরে গেছে যতো
তাকে বলে দাও, তাকে বলে দাও।
আমি একতরফা, একতরফা চেয়েছি
আমি একতরফা ভালবেসেছি (২)
[ সব কিছুর উর্ধ্বে স্বপ্ন
আর তারো উর্ধ্বে, তারো উর্ধ্বে তুমি ]
যাকে অনায়সে সব বলা যায়
যার কোলে মাথা রেখে মারা যায়
তাকে পাইনি, তাকে কোনদিন
যাকে মন থেকে চেয়েছি এতো
সে দুরে সরে গেছে যতো
তাকে বলে দাও, তাকে বলে দাও।
আমি একতরফা, একতরফা চেয়েছি
আমি একতরফা ভালবেসেছি (২)

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...