iman sen - ektorfa كلمات الأغنية
Loading...
যাকে কোন দিনো তুমি পাবে না
তবু মন কেন মেনে মানে না
তাকে যেতে দাও, তাকে যেতে দাও।
যাকে মন থেকে চেয়েছি এতো
সে দুরে সরে গেছে যতো
তাকে বলে দাও, তাকে বলে দাও।
আমি একতরফা, একতরফা চেয়েছি
আমি একতরফা ভালবেসেছি (২)
[ সব কিছুর উর্ধ্বে স্বপ্ন
আর তারো উর্ধ্বে, তারো উর্ধ্বে তুমি ]
যাকে অনায়সে সব বলা যায়
যার কোলে মাথা রেখে মারা যায়
তাকে পাইনি, তাকে কোনদিন
যাকে মন থেকে চেয়েছি এতো
সে দুরে সরে গেছে যতো
তাকে বলে দাও, তাকে বলে দাও।
আমি একতরফা, একতরফা চেয়েছি
আমি একতরফা ভালবেসেছি (২)
كلمات أغنية عشوائية
- david crosby - slice of time كلمات الأغنية
- rookie (russian) - bless my trap كلمات الأغنية
- salvatore adamo - n'est-ce pas merveilleux? كلمات الأغنية
- lim - habibna كلمات الأغنية
- bishop nehru - user$ كلمات الأغنية
- wolfgang petry - wieso und weshalb... كلمات الأغنية
- vesterberg - inevitable كلمات الأغنية
- lunatyc dahustla - settle the score كلمات الأغنية
- betraying the martyrs - closure found كلمات الأغنية
- rita marley - woman & a man كلمات الأغنية