iman chakraborty - phul gachhte lagaichhilam كلمات الأغنية
ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা_মাটি দিয়া রে
ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা_মাটি দিয়া রে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে
গাছে আইলো বড় আম
ছয় আনা সাত আনা দাম
গাছে আইলো বড় আম
ছয় আনা সাত আনা দাম
বড় আম বড় মিঠা লাগে রে
ওই বাঁকুড়া বাজারে লাজ রাখে রে
ওই বাঁকুড়া বাজারে লাজ রাখে রে
কদম গাছে মোহনচূড়া
দাঁড়ায় আছে নবীন ছোঁড়া
কদম গাছে মোহনচূড়া
দাঁড়ায় আছে নবীন ছোঁড়া
ওরে ছোঁড়া, মোদের পাড়ায় যাবি লো?
আরে গেঁথে দিবো বিনি সুতোর মালা
আমি গেঁথে দিবো বিনি সুতোর মালা
ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা_মাটি দিয়া রে
ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা_মাটি দিয়া রে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে
সরফে সরফে যাবো
বাছে বাছে টোফা লিবো
সরফে সরফে যাবো
বাছে বাছে টোফা লিবো
সেই টোফায় চালভাজা খাবো লো
সফল জনম আর কি পাবো?
আমি সফল জনম আর কি পাবো?
ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা_মাটি দিয়া রে
ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা_মাটি দিয়া রে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে
আম গাছে আম লাই
খুঁটা কেন লাড়ো রে
আম গাছে আম লাই
খুঁটা কেন লাড়ো রে
তুমার দেশে আমি নাই
আঁখি কেন ঝাড়ো রে?
গাছে আইলো বড় আম
ছয় আনা সাত আনা দাম
গাছে আইলো বড় আম
ছয় আনা সাত আনা দাম
বড় আম বড় মিঠা লাগে রে
ওই বাঁকুড়া বাজারে লাজ রাখে রে
ওই বাঁকুড়া বাজারে লাজ রাখে রে
ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা_মাটি দিয়া রে
ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা_মাটি দিয়া রে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে
كلمات أغنية عشوائية
- emas - nieodebrane كلمات الأغنية
- faliez - désolé كلمات الأغنية
- jack m. senff - quiet love كلمات الأغنية
- kei - i hope كلمات الأغنية
- t-low - vermisst كلمات الأغنية
- hideyoshi - jitsuryoku كلمات الأغنية
- francesca gabrie - netflix love كلمات الأغنية
- pure hell - these boots are made for walking كلمات الأغنية
- hogwarts therapist - joanne كلمات الأغنية
- daphne blake & the head - norman fucking farewell كلمات الأغنية