kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

iman chakraborty - krishnapreme pora deho كلمات أغنية

Loading...

কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি

কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি

কে বুঝবে অন্তরের ব্যথা
কে মোছাবে আঁখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি

যে দেশেতে আছে আমার
বন্ধু চাঁদ কালা
সে দেশেতে যাব নিয়ে
ফুলের মালা
যে দেশেতে আছে আমার
বন্ধু চাঁদ কালা
সে দেশেতে যাব নিয়ে
ফুলের মালা

নগর গাঁয়ে ঘুরবো আমি
যোগিনী বেশ ধরি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি

তোমরা যদি দেখে থাকো
খবর দিও তারে
নইলে আমি প্রাণ ত্যাজিব
যমুনারই ধারে
কালা আমায় করে গেল
অসহায় একাকী
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি

কালাচাঁদকে হারাইয়ে
হইলাম যোগিনী
কত দিবা নিশি গেল
কেমনে জুড়াই প্রাণী
লালন বলে, যুগল চরণ
আমার ভাগ্যে হবে কি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি

কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...