
iman chakraborty - je kawta din reprise كلمات أغنية
যে ক’টা দিন তুমি ছিলে পাশে
কেটেছিলো নৌকার পালে চোখ রেখে
যে ক’টা দিন তুমি ছিলে পাশে
কেটেছিলো নৌকার পালে চোখ রেখে
আমার চোখে, ঠোঁটে, গালে তুমি লেগে ছিলে
আমার চোখে, ঠোঁটে, গালে তুমি লেগে ছিলে
যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ
বুনেছিলাম তোমার শালে ভালোবাসা
আমার আঙুল, হাতে, কাঁধে তুমি লেগে ছিলে
আমার আঙুল, হাতে, কাঁধে তুমি লেগে ছিলে
চিন্তার অনুপ্রবেশ রেজর ব্লেডের ধারে
বিন্দু বিন্দু মেশে সিন্ধু স্রোতে বাড়ে
মাঠের প্রান্তে যে লোক একলা বাঁশির সুরে
সকাল বিকেল ডাকে এমনি ভবঘুরে
স্থানীয় সংবাদে তাই কেউ-ই শিরোনামে নেই
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে
শীতের শুকনো পাতা মাড়িয়ে গেলে চলে
কাঁচা রঙের প্রলেপ আপনি ওঠে জ্বলে
আমার নির্ভরতা, দুঃখ-সুখের মানে
গলায় আটকে থাকা মুক্তো দানা জানে
তোমার মর্মস্থলে আমাকে হাত রাখতে দাও
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে
আমার অলস জোছনাতে তুমি লেগে ছিলে
আমার অলস জোছনাতে তুমি লেগে ছিলে
যে ক’টা দিন তুমি ছিলে পাশে
কেটেছিলো নৌকার পালে চোখ রেখে
আমার চোখে, ঠোঁটে, গালে তুমি লেগে ছিলে
আমার চোখে, ঠোঁটে, গালে তুমি লেগে ছিলে
আমার আঙুল, হাতে, কাঁধে তুমি লেগে ছিলে
আমার আঙুল, হাতে, কাঁধে তুমি লেগে ছিলে
كلمات أغنية عشوائية
- jasperina de jong - doen alsof كلمات أغنية
- ek (korean) - atm كلمات أغنية
- joy division - insight (genetic records session) كلمات أغنية
- the nits - vermillion pencil كلمات أغنية
- channel x - all your love كلمات أغنية
- css - meeting paris hilton (tradução) كلمات أغنية
- you am i - til the clouds roll away كلمات أغنية
- heinz winckler - can't lose with you كلمات أغنية
- meek, oh why? - billy bounce كلمات أغنية
- richard o'brien - the time warp (music - 1 = background track + u mix) كلمات أغنية