iman chakraborty - era sukher lagi كلمات الأغنية
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়
ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়
সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ
তাই মান অভিমান, তাই এত হায় হায়
তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ
তাই মান অভিমান, তাই এত হায় হায়
প্রেমে সুখ_দুঃখ ভুলে তবে সুখ পায়
প্রেমে সুখ_দুঃখ ভুলে তবে সুখ পায়
সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
সখী চলো, গেলো নিশি, স্বপন ফুরালো
মিছে আর কেন বলো, মিছে আর কেন বলো?
শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল
সখী চলো…
প্রেমের কাহিনী গান, হয়ে গেলো অবসান
প্রেমের কাহিনী গান, হয়ে গেলো অবসান
এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল
এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল
সখী চলো…
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়
ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়
সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
كلمات أغنية عشوائية
- kessler barbara - take a ride كلمات الأغنية
- kessler barbara - kathy كلمات الأغنية
- kessler barbara - mary tyler moore كلمات الأغنية
- kessler barbara - i can see it davey كلمات الأغنية
- kessler barbara - happy with you كلمات الأغنية
- kessler barbara - deep country كلمات الأغنية
- kessler barbara - casual love كلمات الأغنية
- kessler barbara - better times كلمات الأغنية
- tonny tun tun - dejalo ya كلمات الأغنية
- tonny tun tun - con la musica por dentro كلمات الأغنية