
i†† - your love كلمات أغنية
শিরোনামঃ একটু বসিয়া থাকো
আর্টিস্টঃ কনক ও কার্তিক
অ্যালবামঃ নিয়ন আলোয় স্বাগতম
কর্ডসঃ munna_iub
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি
আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি
তুমিও থাক বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল
রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল
বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূন্য অঞ্চল
বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূন্য অঞ্চল
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি।
আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি।
তুমিও থাক বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই, ঘাসের মধ্যে ঘাস
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই, ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
كلمات أغنية عشوائية
- ryan luriea - what u want كلمات أغنية
- $tupid young, nocap & steelz - i can't change كلمات أغنية
- kihyun (기현) - to be with you كلمات أغنية
- the underdog misfit & travy x3 - cigarettes (interlude) كلمات أغنية
- innova - alleyway كلمات أغنية
- mi mascota leila - crush كلمات أغنية
- pearl jam - porch (2008 brendan o'brien mix) كلمات أغنية
- anne sofie von otter - ut mot ett hav كلمات أغنية
- lil black dish - amnblc كلمات أغنية
- the psychodox - 995 كلمات أغنية