kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hyder husyn - tumi amer dhomoni كلمات الأغنية

Loading...

[intro: aunik faisal]
আমারও দেশেরও মাটিরও গন্ধে
ভরে আছে সারা মন
শ্যমলও কোমলও পরশও ছাড়া যে
নেই কিছু প্রয়োজন

[chorus: hyder husyn]
তুমি আমার ধমনী, শিরা, রক্তে বাংলাদেশ
তুমিই প্রথম, তুমিই আমার শেষ
তুমি আমার ধমনী, শিরা, রক্তে বাংলাদেশ
তুমিই প্রথম, তুমিই আমার শেষ
বাংলাদেশ
আমার প্রাণ, আমার দেশ
বাংলাদেশ
আমার প্রাণ, আমার দেশ

[hook 1: hyder husyn]
তুমি আছো বলে আজও
বাংলা করি গান
বাংলায় ভালোবাসা
বাংলায় জুড়ে প্রাণ
এই মাটিই জীবন
মাটিই সম্মান

[chorus: hyder husyn]
তুমি আমার ধমনী, শিরা, রক্তে বাংলাদেশ
তুমিই প্রথম, তুমিই আমার শেষ
বাংলাদেশ
আমার প্রাণ, আমার দেশ
বাংলাদেশ
আমার প্রাণ, আমার দেশ

[verse 1: hyder husyn & both]
ঘুড়ে ফিরেছি পশ্চিমাদে
সাজানো গোছানো বন্দর
দেখে এসেছি সাহারা মরু
ধূধূ বালি প্রান্তর
ঘুড়ে ফিরেছি পশ্চিমাদে
সাজানো গোছানো বন্দর
দেখে এসেছি সাহারা মরু
ধূধূ বালি প্রান্তর
আরো দেখেছি নায়াগ্রা
শুনেছি তাহার গর্জন
ক্ষণে ক্ষণে যে তা হিমেল হাওয়ায়
শীতল ভারি বর্ষণ

[hook 2: hyder husyn]
তবুও যেন আমার মাটি
একটি শিশির বিন্দু
আমার প্রাণে অথৈ সাগর
অথৈ মহা সিন্ধু

[chorus: hyder husyn]
তুমি আমার ধমনী, শিরা, রক্তে বাংলাদেশ
তুমিই প্রথম, তুমিই আমার শেষ
বাংলাদেশ
আমার প্রাণ, আমার দেশ
বাংলাদেশ
আমার প্রাণ, আমার দেশ

[verse 2: hyder husyn & both]
যে মাটিতে জন্ম আমার
সে মাটি আমার প্রাণ
আমার রক্ত লোলিত রেখায়
লেখা আছে যার নাম
যে মাটিতে জন্ম আমার
সে মাটি আমার প্রাণ
আমার রক্ত লোলিত রেখায়
লেখা আছে যার নাম

[bridge]
শৈশব পেলো যৌবন দিয়ে
ধূলোয় অঙ্গ মেখে
আজও মুগ্ধ, স্নিগ্ধ
বাংলার মুখ দেখে

[hook 3: hyder husyn]
চোখ জুড়ানো
সুন্দর, শ্যামল মায়ের বেশ
আমার প্রাণে সবার উপর
আমার বাংলাদেশ

[chorus: hyder husyn]
তুমি আমার ধমনী, শিরা, রক্তে বাংলাদেশ
তুমিই প্রথম, তুমিই আমার শেষ
বাংলাদেশ
আমার প্রাণ, আমার দেশ
বাংলাদেশ
আমার প্রাণ, আমার দেশ

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...