hyder husyn - dhakiya jhogra كلمات الأغنية
[intro: mili shohani]
অই, সকাল সকাল পিঠ পেইচ্চা মারবো নাকি?
ফুসুর ফুসুর করবার লাগছো
আমি কিছু বুঝি না?
হায়রে আমার কপাল
[verse 1: mili shohani ]
ওরে আমার মরত
আর সইমু বলো কত?
হাচা কথা কইতে গেলে
দোষী আমি যত
ওরে আমার মরত
আর সইমু বলো কত?
হাচা কথা কইতে গেলে
দোষী আমি যত
মায়ে-পোলার ফুসুর ফুসুর
সবই আমি বুঝি
মায়ে-পোলার ফুসুর ফুসুর
সবই আমি বুঝি
আমারে উংলি কইরা
কত্ত দুর আর যাবি?
ওরে, আমারে উংলি কইরা
কত্ত দুর আর যাবি?
[verse 2: hyder husyn]
হায়রে আমার কপাল
হায়রে আমার কপাল
ক্যাটক্যাটানি সুরে শুরু
নিত্য আমার সকাল
কারে করছি শাদি
আর কারে দিছি মন
কারে করছি শাদি
আর কারে দিছি মন
জাহান্নামের লাড়কি হইয়া
পুরছি সারাক্ষণ
হায়রে জাহান্নামের লাড়কি হইয়া
পুরছি সারাক্ষণ
[verse 3: hyder husyn]
মায়ের লগে চোপা করস
কথায় কথায় ঝাড়ি
এক জিরিসে কইলে কিছু
লৌড়াস বাপের বাড়ি
মায়ের লগে চোপা করস
কথায় কথায় ঝাড়ি
এক জিরিসে কইলে কিছু
লৌড়াস বাপের বাড়ি
আইছিলি কাঠ বডি লইয়া
হইছস খোদার খাসি
তামাম লোকে দেখলে বোঝে
কেমতে তোরে রাখি
ওরে, তামাম লোকে দেখলে বোঝে
কেমতে তোরে রাখি
[verse 4: mili shohani]
ওরে আমার মরতপোলা
মুখে ফুটছে কথা
আমার বাপের ট্যাকা খাইয়া
আমারে দেস খোটা
ফুটাঙ্গি আর দ্যামাগে
দেখাস তুই কারে?
হয়রে ফুটাঙ্গি আর দ্যামাগে
দেখাস তুই কারে?
চৌদ্দগুষ্ঠির কপাল হাতা
আইছি তগো ঘরে
ওরে, চৌদ্দগুষ্ঠির কপাল হাতা
আইছি তগো ঘরে
[verse 5: mili shohani]
নয়া নয়া কত পিরিত
কত রঙের কথা
অহন আমি পাইনসা লাগে
যৌবনেতে ভাঁটা
নয়া নয়া কত পিরিত
কত রঙের কথা
অহন আমি পাইনসা লাগে
যৌবনেতে ভাঁটা
ঘর ছেড়ে পরের বধূ
ব্যাবাক বোনের মতন
ঘর ছেড়ে পরের বধূ
ব্যাবাক বোনের মতন
আমার হাসি ভেটকি লাগে
খুমবা দেখলে জ্বলন
হায়রে আমার হাসি ভেটকি লাগে
খুমবা দেখলে জ্বলন
[verse 6: hyder husyn]
ইমানে কই তুমি ছাড়া
কার দিকে আর চামু?
অন্য দিকে নজর দিলে
আন্ধা হয়ে যামু
ইমানে কই তুমি ছাড়া
কার দিকে আর চামু?
অন্য দিকে নজর দিলে
আন্ধা হয়ে যামু
নবাবজাদি যতই দেখি
তুমি মনের রাণি
নবাবজাদি যতই দেখি
তুমি মনের রাণি
খোদার দোহাই বন্ধ করো
নিত্য পেরেসানি
হায়রে খোদার দোহাই বন্ধ করো
নিত্য পেরেসানি
হায়রে খোদার দোহাই বন্ধ করো
নিত্য পেরেসানি
كلمات أغنية عشوائية
- we struck gold - giving up on giving in كلمات الأغنية
- ionainashi - red snow كلمات الأغنية
- bushido zho - snippet 28.01.22 كلمات الأغنية
- rylo rodriguez - set me free كلمات الأغنية
- dark meditation - strange caress (of the night) كلمات الأغنية
- killer honda - self destruction كلمات الأغنية
- bala desejo - clama floresta كلمات الأغنية
- the high cascades - songbird كلمات الأغنية
- glass popcorn - versace nudes كلمات الأغنية
- florent pagny - le mal de vivre كلمات الأغنية