hyder husyn - clean dhaka كلمات الأغنية
[verse: 1]
জীবিকার প্রয়োজনে
রাস্তায় ঢল নামে
নির্বোধ প্রাণ দিশাহারা
প্রকৃতি ডাক দিলে
লজ্জার মাথা গিলে
ফুটপাতে কর্ম সারা
জীবিকার প্রয়োজনে
রাস্তায় ঢল নামে
নির্বোধ প্রাণ দিশাহারা
প্রকৃতি ডাক দিলে
লজ্জার মাথা গিলে
ফুটপাতে কর্ম সারা
[pre-chorus: 1]
রাস্তা, ফুটপাতে
কেমনে চলি যে হেটে
রাস্তা, ডাস্টবিন জনতার
রাস্তা, ফুটপাতে
কেমনে চলি যে হেটে
রাস্তা, ডাস্টবিন জনতার
মনোরম ঢাকাকে
সুন্দর কে রাখে?
সব দোষে দোষী কি সরকার?
[chorus]
একটু সচেতন
হয় যদি হোক মন
মিছে কেন করি কার্পণ্য
আগামী প্রজন্ম
দেখে হোক ধন্য
ঢাকা সবার অনন্য
একটু সচেতন
হয় যদি হোক মন
মিছে কেন করি কার্পণ্য
আগামী প্রজন্ম
দেখে হোক ধন্য
ঢাকা সবার অনন্য
[verse: 2]
লেকের দুই পাড়ে
অট্টালিকা গড়ে
বিলাসিতা পূর্ণ অভিলাষ
দূষিত লেকের জল
অর্জনায় তল
মাছেরাও করে না যে বসবাস
লেকের দুই পাড়ে
অট্টালিকা গড়ে
বিলাসিতা পূর্ণ অভিলাষ
দূষিত লেকের জল
অর্জনায় তল
মাছেরাও করে না যে বসবাস
[pre-chorus: 2]
হাতির ঝিল
স্বপ্নিল ঝিলমিল
আলো আধারে প্রাণবন্ত
হাতির ঝিল
স্বপ্নিল ঝিলমিল
আলো আধারে প্রাণবন্ত
দুদিন যেতে না যেতে
দেখি বড় পরিতাপে
চারিদিকে শুধু দুর্গন্ধ
[chorus]
একটু সচেতন
হয় যদি হোক মন
মিছে কেন করি কার্পণ্য
আগামী প্রজন্ম
দেখে হোক ধন্য
ঢাকা সবার অনন্য
একটু সচেতন
হয় যদি হোক মন
মিছে কেন করি কার্পণ্য
আগামী প্রজন্ম
দেখে হোক ধন্য
ঢাকা সবার অনন্য
[outro]
ঢাকা সবার অনন্য
ঢাকা সবার অনন্য
ঢাকা সবার অনন্য
ঢাকা সবার অনন্য
كلمات أغنية عشوائية
- sister flo - feathers كلمات الأغنية
- sita - my kitchen كلمات الأغنية
- sister sledge - love don't you go through no changes on me كلمات الأغنية
- sissy spacek - one's on the way كلمات الأغنية
- sirface - open up your eyes كلمات الأغنية
- sinead oconnor - ode to billy joe كلمات الأغنية
- sivert hoyem - far from here كلمات الأغنية
- showtek - the colour of the harder styles (defqon 1 anthem 2006) كلمات الأغنية
- shawn phillips - see you كلمات الأغنية
- sister machine gun - got to be كلمات الأغنية