
hyder husyn - brishty كلمات أغنية
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
[post-chorus]
সংগ্রাম, সংগ্রাম
বেঁচে থাকাই সংগ্রাম
সংগ্রাম, সংগ্রাম
জীবনের এক নাম
অভিমান, অভিমান
কার সাথে বলো অভিমান?
অভিমান, অভিমান
কার সাথে বলো অভিমান?
ভালোবাসায় চাইতে কি পারি
কারো কাছে প্রতিদান?
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
[verse 1]
ঝরনার সাথে কলহ বিবাদ
পাথরের ভারি মুখ
দেহের আবরু, শীতের বসন
এসবই সুখ-দুখ
ঝরনার সাথে কলহ বিবাদ
পাথরের ভারি মুখ
দেহের আবরু, শীতের বসন
এসবই সুখ-দুখ
কি বা সুখ, কি বা দুখ
কি বা তার পরিচয়
কি বা সুখ, কি বা দুখ
কি বা তার পরিচয়
হাসি-আনন্দ, দুঃখ-বেদনা
সবই যেন সংশয়
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
[verse 2]
চোখের সাথে ভুল বোঝাবুঝি
কপালের ভাঁজে ঘাম
হৃদয় নদী বুঝি মরুভূমি
খুঁজি মরি উদ্যান
চোখের সাথে ভুল বোঝাবুঝি
কপালের ভাঁজে ঘাম
হৃদয় নদী বুঝি মরুভূমি
খুঁজি মুরি-উদ্যান
মরুভূমি, মরুভূমি
হাহাকার এক প্রাণ
মরুভূমি, মরুভূমি
হাহাকার এক প্রাণ
ভুলে পথে হেটেই কী
আমি খুঁজি ফিরি উদ্যান?
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
[post-chorus]
সংগ্রাম, সংগ্রাম
বেঁচে থাকাই সংগ্রাম
সংগ্রাম, সংগ্রাম
জীবনের এক নাম
অভিমান, অভিমান
কার সাথে বলো অভিমান?
অভিমান, অভিমান
কার সাথে বলো অভিমান?
ভালোবাসায় চাইতে কি পারি
কারো কাছে প্রতিদান?
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
كلمات أغنية عشوائية
- wonderland كلمات أغنية
- la lupita - cada vez peor كلمات أغنية
- mutual blue - the love you gave (live) كلمات أغنية
- jaeha (재하) - broken love song كلمات أغنية
- народное звучание (folk sound) - winter كلمات أغنية
- consuelo's revenge - leave the world behind كلمات أغنية
- the rock music - holy savior كلمات أغنية
- kim aljeon (김알전) - so i'll go كلمات أغنية
- daily plug, baldy main & sickosouljah - homeless كلمات أغنية
- call me cryptic - reborn كلمات أغنية