
hyder husyn - biri كلمات أغنية
[chorus]
তুমি কি বোঝনা তোমার প্রেমে
আর নাহি আমি যোগ্য
তোমারই জন্য সমাজ আমায়
করিতে বসিছে ত্যাজ্য
তুমি কি বোঝনা তোমার প্রেমে
আর নাহি আমি যোগ্য
তোমারই জন্য সমাজ আমায়
করিতে বসিছে ত্যাজ্য
[post-chorus]
বহু বছরের সখ্যতা
এ বাঁধন বড় শক্ত
বহু বছরের সখ্যতা
এ বাঁধন বড় শক্ত
তোমার সনে নিজেকে জড়ায়ে
আজ বড় অনুতপ্ত
[bridge]
ওহে ছাড়ো, দাও নিস্তার
অসহায় প্রাণ-আকুতি
ওহে ছাড়ো, দাও নিস্তার
অসহায় প্রাণ-আকুতি
ধুম্রজালে যে মায়া জড়ালে
চাই আমি অবমুক্তি
[chorus]
তুমি কি বোঝনা তোমার প্রেমে
আর নাহি আমি যোগ্য
তোমারই জন্য সমাজ আমায়
করিতে বসিছে ত্যাজ্য
[verse 2]
অসাড় দেহ পসরা সাজিয়ে
ডাকিছে অশনি নৃত্য
দুর্ভোগ যত উল্লাসে থাকি
নাচিছে প্রলয় নৃত্য
অসাড় দেহ পসরা সাজিয়ে
ডাকিছে অশনি নৃত্য
দুর্ভোগ যত উল্লাসে থাকি
নাচিছে প্রলয় নৃত্য
[bridge]
এ প্রেম-ভালোবাসা যেন
যমের সনে সখ্য
এ প্রেম-ভালোবাসা যেন
যমের সনে সখ্য
সব বুঝি শোনে শয়নে-স্বপনে
তোমারই প্রেমের ভোগ্য
[chorus]
তুমি কি বোঝনা তোমার প্রেমে
আর নাহি আমি যোগ্য
তোমারই জন্য সমাজ আমায়
করিতে বসিছে ত্যাজ্য
[verse 3]
কতবার দিয়েছি তাড়িয়ে
করেছি কত অবজ্ঞা
নাছোড়বান্দা, তবু নাহি ছাড়ে
নেই কোনো লাজ-লজ্জা
কতবার দিয়েছি তাড়িয়ে
করেছি কত অবজ্ঞা
নাছোড়বান্দা, তবু নাহি ছাড়ে
নেই কোনো লাজ-লজ্জা
[bridge]
তোমার নেশা আমাকে
করেছে তোমার ভৃত্য
তোমার নেশা আমাকে
করেছে তোমার ভৃত্য
নয় আর দেরি, যেতে হবে ছাড়ি
ধুম্রমায়ার বৃত্ত
[chorus]
তুমি কি বোঝনা তোমার প্রেমের
আর নাহি আমি যোগ্য
তোমারই জন্য সমাজ আমায়
করিতে বসিছে ত্যাজ্য
[post-chorus]
বহু বছরের সখ্যতা
এ বাঁধন বড় শক্ত
বহু বছরের সখ্যতা
এ বাঁধন বড় শক্ত
তোমার সনে নিজেকে জড়ায়ে
আজ বড় অনুতপ্ত
[bridge]
ওহে ছাড়ো, দাও নিস্তার
অসহায় প্রাণ-আকুতি
ওহে ছাড়ো, দাও নিস্তার
অসহায় প্রাণ-আকুতি
ধুম্রজালের যে মায়া জড়ালে
চাই আমি অবমুক্তি
كلمات أغنية عشوائية
- woro widowati - aku bukan jodohnya كلمات أغنية
- fidlar - loko blues كلمات أغنية
- dr. pushkin - forgive them كلمات أغنية
- yang1love - baby كلمات أغنية
- b3 (theboondocksboy) - good, how are you? كلمات أغنية
- nunca - novlang كلمات أغنية
- te dness - wait for me كلمات أغنية
- emerald sunday - what becomes of you كلمات أغنية
- daniel tanghal - southern humidity كلمات أغنية
- mak ro (r&b) - good كلمات أغنية