hyder husyn - bdr tragedy كلمات الأغنية
[pre_chorus]
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
[chorus]
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
[pre_chorus]
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
[verse 1]
আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা
আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা
নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলি শুধু নিরবতা
যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কী যন্ত্রণা
যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কী যন্ত্রণা
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়া দেব সান্তনা
[chorus]
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
[pre_chorus]
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
[verse]
বিধাতা তোমারে ডাকি বারে_বারে, করো তুমি মোরে মার্জনা
বিধাতা তোমারে ডাকি বারে_বারে, করো তুমি মোরে মার্জনা
দুঃখ সহিতে দাও গো শক্তি, তোমারই সকাসে প্রার্থণা
চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ
চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ
বিষাদ অনলে পুড়ে বারেবারে, লুন্ঠিত হবে স্বপ্নস্বাদ
[chorus]
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
[pre_chorus]
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
كلمات أغنية عشوائية
- warm human - 2 steps كلمات الأغنية
- iluvslugzz - i won't call you back كلمات الأغنية
- yeat - talking shit / hold it up* كلمات الأغنية
- jenzi - muted كلمات الأغنية
- zouzounia - πορτοκαλί (portokali) كلمات الأغنية
- opi aytes - baggy shit كلمات الأغنية
- 1000mods - cheat death كلمات الأغنية
- leyky - sh1t كلمات الأغنية
- chi xê (vnm) - seenderella كلمات الأغنية
- harshmxjb - n0w y0u كلمات الأغنية