kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hyder husyn - alpo boyosi bou كلمات أغنية

Loading...

শখের তোলা হাজার টাকা
শখের তোলা হাজার টাকা
ময়-মুরুব্বি কয়
হাড়ে-হাড়ে বুঝবার পারি
কথা মিছা নয়
শখ যে আমার শাঁখের করাত
আইতে যাইতে কাটে
শখ যে আমার শাঁখের করাত
আইতে যাইতে কাটে
অল্পবয়সী বৌ লইয়া পরছি আমি বাটে
হায়রে, অল্পবয়সী বৌ লইয়া পরছি আমি বাটে

একলা ঘরে তারে কি আর থুইয়া আইবার পারি?
বদ যত পোলাপাইনের নজর আমার বাড়ি
একলা ঘরে তারে কি আর থুইয়া আইবার পারি?
বদ যত পোলাপাইনের নজর আমার বাড়ি
বিবি আমার এদিক-ওদিক হুদাই পুঁচকি মারে
হর-হামেশা কেমতে আমি বাইন্দা রাখুম তারে?
নজরদারি, চৌকিদারি, এমতেই জীবন কাটে
অল্পবয়সী বৌ লইয়া পরছি আমি বাটে
হায়রে, অল্পবয়সী বৌ লইয়া পরছি আমি বাটে

কেমতে তারে লইয়া বেড়াই?
বিপদ আমার ভারি
তিরিং-বিড়িং ছুইটা চলে
আমি কি আর পারি?

কেমতে তারে লইয়া বেড়াই?
বিপদ আমার ভারি
তিরিং-বিরিং ছুইটা চলে
আমি কি আর পারি?
সবার লগে ইটিশ-পিটিশ
খাতির যায় না দেখা
আমি হইলাম চাচা মিয়া
তারে ডাকে আপা
কাটা ঘায়ে নুনের ছিটা নিত্য মাঠে-ঘাটে
অল্পবয়সী বৌ লইয়া পরছি আমি বাটে
হায়রে, অল্পবয়সী বৌ লইয়া পরছি আমি বাটে

শখের তোলা হাজার টাকা
ময়-মুরুব্বি কয়
হাড়ে-হাড়ে বুঝবার পারি
কথা মিছা নয়
শখ যে আমার শাঁখের করাত
আইতে-যাইতে কাটে
শখ যে আমার শাঁখের করাত
আইতে যাইতে কাটে
অল্পবয়সী বৌ লইয়া পরছি আমি বাটে
হায়রে, অল্পবয়সী বৌ লইয়া পরছি আমি বাটে
হায়রে, অল্পবয়সী বৌ লইয়া পরছি আমি বাটে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...