hyder husyn - 30 bachar كلمات الأغنية
কি দেখার কথা কি দেখছি
কি শোনার কথা কি শুনছি
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
কি দেখার কথা কি দেখছি
কি শোনার কথা কি শুনছি
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া
স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার
স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার
স্বাধীনতা কি গল্প, নাটক, উপন্যাস আর কবিতায়
স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়
কি দেখার কথা কি দেখছি
কি শোনার কথা কি শুনছি
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্রান্ড ফ্যাশন শো
স্বাধীনতা কি দুখিনী নারীর জরাজীর্ণ বস্ত্র
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা
স্বাধীনতা কি অন্নের খোঁজে কিশোরী প্রমোদ বালা
কি দেখার কথা কি দেখছি
কি শোনার কথা কি শুনছি
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণ দণ্ড
স্বাধীনতা কি পানির ট্যাংকে গলিত লাশের গন্ধ
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ
স্বাধীনতা কি ক্ষমতা হরণ চলে বন্দুক যুদ্ধ
স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মরণাস্ত্রের গর্জন
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন
কি দেখার কথা কি দেখছি
কি শোনার কথা কি শুনছি
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানি হানাদার
আজও তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার
আজও তব কি লাখ শহীদের রক্ত যাবে বৃথা
আজও তব কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা
কি দেখার কথা কি দেখছি
কি শোনার কথা কি শুনছি
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
কি দেখার কথা কি দেখছি
কি শোনার কথা কি শুনছি
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
كلمات أغنية عشوائية
- presently dreaming - i'm sorry كلمات الأغنية
- dr. chill og - quantum love كلمات الأغنية
- a taste of honey - she's a dancer كلمات الأغنية
- samson wheller - dear prime minister كلمات الأغنية
- brockhampton - los angeles* كلمات الأغنية
- og benni - block كلمات الأغنية
- nino man - on my own كلمات الأغنية
- depresión sonora - hasta que llegue la muerte كلمات الأغنية
- bakar - wrong time (extended demo) كلمات الأغنية
- sobek le zini - sortilège كلمات الأغنية