hridoy khan - tumi nai كلمات الأغنية
[verse 1]
আমার কে আর আছে তুমি ছাড়া?
হায়, তবু কি বোঝাতে পেরেছি তোমায়?
হায়, তুমি ছাড়া আমি ছন্নছাড়া
হায়, এলোমেলো, অগোছালো, অসহায়
[chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
[verse 2]
সবই আছে, শুধু তুমি নাই আমারই পাশে
এই ক্ষণে মন পেতে চায় তোমায়
হায়, সবই আছে, শুধু তুমি নাই আমারই পাশে
এই ক্ষণে মন পেতে চায় তোমায়
[refren 1]
আর একটি বার ফিরে এসো না
আকুতি জানাই
তোমায় ছাড়া অর্থহীন সবই
কি করে যে বোঝাই?
[chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
[refren 1]
কি ভুলে, ভুলে গেলে চলে
না ফেরার দেশে?
জানলে না তুমি, হায়
কি যে ব্যথা দিয়ে গেলে
ভালোবেসে
[chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
كلمات أغنية عشوائية
- samurai drive - neon side كلمات الأغنية
- alex gardner - i need a dollar كلمات الأغنية
- midnight oil - beds are burning (teal remix) كلمات الأغنية
- sixto yegros, baxian & sponsor dios - olvidate de el كلمات الأغنية
- lee austin (rapper) - diablos necios كلمات الأغنية
- r.j. roze - hb كلمات الأغنية
- the mysterines - all these things (live from rough trade) كلمات الأغنية
- nowmkill - dirty cash كلمات الأغنية
- thnkdplee - feel the rage كلمات الأغنية
- belle mt. - the ashes كلمات الأغنية