kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hridoy khan - tumi nai كلمات الأغنية

Loading...

[verse 1]
আমার কে আর আছে তুমি ছাড়া?
হায়, তবু কি বোঝাতে পেরেছি তোমায়?
হায়, তুমি ছাড়া আমি ছন্নছাড়া
হায়, এলোমেলো, অগোছালো, অসহায়

[chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?

[verse 2]
সবই আছে, শুধু তুমি নাই আমারই পাশে
এই ক্ষণে মন পেতে চায় তোমায়
হায়, সবই আছে, শুধু তুমি নাই আমারই পাশে
এই ক্ষণে মন পেতে চায় তোমায়

[refren 1]
আর একটি বার ফিরে এসো না
আকুতি জানাই
তোমায় ছাড়া অর্থহীন সবই
কি করে যে বোঝাই?

[chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?

[refren 1]
কি ভুলে, ভুলে গেলে চলে
না ফেরার দেশে?
জানলে না তুমি, হায়
কি যে ব্যথা দিয়ে গেলে
ভালোবেসে

[chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...