kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hridoy khan - ki jala كلمات أغنية

Loading...

হৃদয় খান featuring পান্না – কি জালা দিয়া গেলা

কি জালা দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে,
না দেখিলে পরান পোড়ে।
কি দুঃখ দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে,
না দেখিলে পরান পোড়ে,
না দেখিলে পরান পোড়ে।

না রাখি মাটিতে, না রাখি পাটিতে,
না রাখি পালঙ্কের উপরে।
সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে,
সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে,
ভিড়িয়ে রেশম ডরে,
ভিড়িয়ে রেশম ডরে।

বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেন ধরে
ও . বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেন ধরে।
কয়লা করে ধ্বনি, পোহাইলো রজনী,
কয়লা করে ধ্বনি, পোহাইলো রজনী,
না ডাকি ননদিনীর ডরে,
না ডাকি ননদিনীর ডরে।

নারীর প্রেম গাছে,
কি টোনা কইরাছে,
বস্র খসি খসি পড়ে
নারীর প্রেম গাছে।

কি টোনা কইরাছে,
বস্র খসি খসি পড়ে।
কহে অস্কর আলী সাধু শত জনে,
কহে অস্কর আলী সাধু শত জনে,
উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল মোরে
উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল মোরে।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...