
hridoy khan - chero na كلمات أغنية
Loading...
ছেড়ো না, ছেড়ো না,
বলি এ হৃদয়ে আজ এসো না,
ভুলো নাগো ভুলো না,
কি করে ভুলি সে কথা?
অভিমান করে থেকো না…
কোথায় যাবে ছেড়ে আমায়?
তোমায় ভুলা সে তো বড় দায়…
জোছনা গড়েছে সুখের বাড়ি,
থেকো না করে আড়ি,
পাবেনা কোথায় এমনও ঠিকানা-
আপন ভেবে বলি…
জোছনা গড়েছে সুখের বাড়ি,
থেকো না করে আড়ি,
পাবেনা কোথায় এমনও ঠিকানা-
আপন ভেবে বলি…
কোথায় যাবে ছেড়ে আমায়?
তোমায় ভুলা সে তো বড় দায়…
ছেড়ো না, ছেড়ো না-
বলি এ হৃদয়ে আজ এসো না,
ভুলো না গো ভুলো না-
কি করে ভুলি সে কথা?
অভিমান করে থেকো না,
কোথায় যাবে ছেড়ে আমায়?
তোমায় ভুলা সে তো বড় দায়…
(end)
كلمات أغنية عشوائية
- newboy el superior - sea blanca o sea negra كلمات أغنية
- the upper crust - eureka - i’ve found love كلمات أغنية
- original god - delete your trust كلمات أغنية
- pentatonix - no (live) كلمات أغنية
- rome - toll in the great death كلمات أغنية
- yaara - יערה - titrachek mineni - תתרחק ממני كلمات أغنية
- the thoughts (williams & mosehauer) - orange sky كلمات أغنية
- emkatus - się porył كلمات أغنية
- akosia - speechless كلمات أغنية
- nu jerzey twork - 50 dickinson st كلمات أغنية