hridoy khan - aral كلمات الأغنية
edited by mishu mohammad 2 days ago
আড়ালে থেকে কে যে ডেকে যায়
ও আড়ালে থেকে কে যে ডেকে যায়
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সেই ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
কত যে মুখ উঁকি দিয়ে যায়
স্মৃতির জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোন সে ছবি আমায় যায় ছুঁয়ে ওহো
ও হো, কত যে মুখ উঁকি দিয়ে যায়
স্মৃতির জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোন সে ছবি আমায় যায় ছুঁয়ে ওহো
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সে ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
একলা এই, এ মনটা আমার
আবেগ উদাসীমগন
দাও না দেখা আড়ালে একা থাকা প্রিয়জন, ওহো
একলা এই, এ মনটা আমার
আবেগ উদাসীমগন
দাও না দেখা আড়ালে একা থাকা প্রিয়জন, ওহো
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সে ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
كلمات أغنية عشوائية
- quincy (french) - suis moi كلمات الأغنية
- ella eyre - if i go - cadenza remix كلمات الأغنية
- seth alley - waiting on mary كلمات الأغنية
- will is chillin' - cold cracker كلمات الأغنية
- mariners youth culture - refresh كلمات الأغنية
- i fucked a turkey - i didn't ask to be this lit كلمات الأغنية
- patches - team litty intro كلمات الأغنية
- disiz la peste - compliqué كلمات الأغنية
- ronnie milsap - misery loves company كلمات الأغنية
- raplus - yahoo boy with.... كلمات الأغنية