hridoy khan feat. sami, sandipon, nirjhor, arif & rintu - eai nishi كلمات الأغنية
Loading...
আজকের এই নিশি ভালবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ঐ চোখ দেখেছি আজই আমি
আজকের এই নিশি ভালবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ঐ চোখ দেখেছি আজই আমি
মৃদু বাতাস বলে, ছিলে সে তুমি
তোমারি মোহে, হারাই আমি
মৃদু বাতাস বলে, ছিলে সে তুমি
তোমারি মোহে, হারাই আমি
নিজেকে যে খুঁজে ফিরি
তোমার প্রেমের সুখ্সারে
আজকের এই নিশি ভালোবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ঐ চোখ দেখেছি আজই আমি
যখন দাঁড়াও এসে, ভুলে যাই সবি
হৃদয়ের সব কথা বলে দিই আমি
যখন দাঁড়াও এসে, ভুলে যাই সবি
হৃদয়ের সব কথা বলে দিই আমি
তোমারি যে চিরদিনই রব আমি তোমারি
আজকের এই নিশি ভালবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ঐ চোখ দেখেছি আজই আমি
আজকের এই নিশি ভালবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ঐ চোখ দেখেছি আজই আমি
كلمات أغنية عشوائية
- tony dark eyes - love song for you (ft. chela rivas) كلمات الأغنية
- antónio josé - te busqué كلمات الأغنية
- don andre - tom cruise (remix) كلمات الأغنية
- nails - violence is forever كلمات الأغنية
- bianca casady & the c.i.a. - dog in a yard كلمات الأغنية
- ttng - empty palms كلمات الأغنية
- original broadway cast of finding neverland - stronger كلمات الأغنية
- broods - freak of nature (feat. tove lo) كلمات الأغنية
- emma louise - shut the door كلمات الأغنية
- tommy swisher - make it كلمات الأغنية