
hothat - smoke كلمات أغنية
রাতের শেষে ভোরের আগে
চুপিচুপি আসো
পাথর বাঁধা প্রজাপতির ডানা মেলে বসো
দিনের আলোয় আমাকে ভালোবাসা মানা
সাপের গানে নেচে মেতে উঠে কবুতর ছানা
চাই যে তোমায়, চাঁদের কোণায়
আমি বসে আছি
কালো_সাদা রংধনুতে আঁকা আমার ছবি
গোলাপ ফুলের ছেঁড়া পাতার কবিতার কবি
বুকের আলিঙ্গনে লুকিয়ে রেখো সেই ছোঁয়া
স্বপ্ন পূরণ করে দেখো বাস্তব হলো ধোঁয়া
চাই যে তোমায়, চাঁদের কোণায়
আমি বসে আছি
সাগর চিরে, শেষের তীরে সর্বনাশী
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
كلمات أغنية عشوائية
- lalion - oh just leave me كلمات أغنية
- deadmandaze - my mind كلمات أغنية
- math the band - live @ mid east 8/28/10 كلمات أغنية
- phùng khánh linh - anh đã không rõ ràng với em كلمات أغنية
- 麥浚龍 & 謝安琪 (juno mak & kay tse) - 廢話 (fai3 waa2) كلمات أغنية
- moustyn - un beso كلمات أغنية
- sean leon - free كلمات أغنية
- dirty punk (rus) - mgm كلمات أغنية
- mr. respectfully - go harder كلمات أغنية
- kdr - susacağım sana كلمات أغنية