
hothat - 465 - acoustic version كلمات أغنية
Loading...
[verse 1]
শূন্য রাত, এক কবি
দুই কথায় তিন কবি
চার দেয়াল, পাঁচ শহর
ছয়টি দিন, সাত সাগর
এই হিসাব করি জীবনের খাতায়
নিকাশ নিয়ে চিরকাল চলে যাই
[instrumental]
[verse 2]
সত্য ভোর, মিথ্যা দিন
বিশ্বাসে তথ্যহীন
প্রকাশে চাই বিচার
নিশ্বাসে শেষ প্রচার
[chorus]
একই আকার দেখে নির্বিকার হয়ে
নিরাশা মোর পথ সাথি যায় রয়ে
পথ ছেড়ে নতুন পথ খুঁজি
খোঁজের স্রোতে নতুন পথে ফিরি
[bridge]
একা থেকে সমাজের ভুল
সব নিজের করে
খনিকের উশুল
[chorus]
মাঝ রাতের চা শূন্য মনে
রাত হলো ভোর
ভোর হলো দিন, হলো দিন
[outro]
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
كلمات أغنية عشوائية
- alesha dixon - radio (klaas remix edit) كلمات أغنية
- roberto carlos - amanheceu كلمات أغنية
- bigg curt - roses for her كلمات أغنية
- rasmentalism - na pół كلمات أغنية
- qu wanting (曲婉婷) - you exist in my song (我的歌声里) كلمات أغنية
- oddisee - no reservations كلمات أغنية
- present paradox - maybe or maybe not كلمات أغنية
- enivlem - remontada كلمات أغنية
- skippa da flippa - wyt كلمات أغنية
- spectrasoul - more to give كلمات أغنية