
hothat - 465 كلمات أغنية
[verse1]
শূন্য রাত, এক নদী
দুই কথা, তিন কবি
চার দেয়াল, পাঁচ শহর
ছয়টি দিন, সাত সাগর
এই হিসাব করি জীবনের খাতায়
নিকাশ নিয়ে চিরকাল চলে যাই
[instrumental]
[verse 2]
সত্য ভোর, মিথ্যা দিন
বিশ্বাসে তথ্যহীন
প্রকাশে চাই বিচার
নিশ্বাসের শেষ প্রচার
[chorus]
একই আকার দেখি নির্বিকার হয়ে
নিরাশা মোর পথ সাথি যায় রয়ে
পথ ছেড়ে নতুন পথ খুঁজি
খোঁজের স্রোতে নতুন পথে ফিরি
[pre_chorus]
একা থেকে সমাজের ভুল
সব নিজের করে
খনিকের উশুল
[chorus]
মাঝ রাতের চা শূন্য মনে
রাত হলো ভোর
ভোর হলো দিন
[pre_chorus]
একা থেকে সমাজের ভুল
সব নিজের করে
খনিকের উশুল
[chorus]
মাঝ রাতের চা শূন্য মনে
রাত হলো ভোর (ভোর, ভোর, হলো দিন)
ভোর হলো দিন (হলো দিন)
[hook]
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
[outro]
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
كلمات أغنية عشوائية
- lawson (usa) - paypack (throw it) كلمات أغنية
- goddo - the bus driver blues كلمات أغنية
- yngdaddy - onion كلمات أغنية
- 1kteezy - i’m fine كلمات أغنية
- saint jean - ton vrai regard كلمات أغنية
- selfmxdebless - rehab كلمات أغنية
- daniel cave - worth more salt than كلمات أغنية
- paint in watercolour - glare كلمات أغنية
- jojo lafrance jr - recess كلمات أغنية
- supermrac - brosio كلمات أغنية