highway - ghorgari كلمات الأغنية
Loading...
চাঁদনী রাইতে নদীর ওপারে
আকাশ থেইকা নামলো পরী
আমার চোখে চলে ঘোরগাড়ি
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে
দেখাও কত রঙিন ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আসার কালে ছিলাম ঘুমে
কিবা আলো আঁধার
ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল
কইরা ছবির শিকার
বুঝলাম দয়াল তোমার রীতি
ছবিরও খেলায়
বুইঝা আবার যাই হারাইয়া
রঙিন ছবির মেলায়
ঘুম ভাঙিয়া আবার ঘুমাই
দেখাযায় ছবি
নেশা কি লাগাইলা ছবিতে দয়াল
কি মায়ার ছবি
দেখাও কত রঙিন ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে
كلمات أغنية عشوائية
- lil kazzer - mitch كلمات الأغنية
- brindille - solide solitude كلمات الأغنية
- johnnie ray - lotus blossom كلمات الأغنية
- ziggy bodemark - fly كلمات الأغنية
- id ky - feel something (interlude) كلمات الأغنية
- dreamcalm - nebo كلمات الأغنية
- mictian rv - ¡oh shit! كلمات الأغنية
- parachute express - polka dots, checks and stripes كلمات الأغنية
- brindille - la vie kiki كلمات الأغنية
- alex darwin - amor de mi vida كلمات الأغنية