
highway - adhari كلمات أغنية
একদিন মধ্য দুপুরে
হাতিরঝিলের পাড় ধরে
নিরিবিলি গাছগাছালির ভীরে
প্রখর সূর্যটা আড়াল করে
বসে আছে ক্লান্ত সেনাপতি
মিলিয়ে নিচ্ছে জীবনে কি লাভ কি ক্ষতি
ঘড়ি দেখে বুক ভরে নিঃশ্বাস
পৃথিবিটা সুন্দর আমার বিশ্বাস।
কোন এক সন্ধার পরে
চেনা যত দৃষ্টির অগচোরে
সাইন বোর্ড ব্যাস্ত নগরি
লাল সাদা আলো নিয়ে ছুটছে গাড়ি
কে যেন বুক ভেঙ্গেছিল মনেপরে
তাই সেই হাতিরঝিলের পাড় ধরে।
চারপাশে নিভু নিভু আলো
গাছের ছায়া গুলো ছিল অনেক বেশিই কালো
আমার ছায়া কাটে (হলুদ) সোডিয়াম আলো
আবার কোথাও থম থমে নিকোশ কালো
চোখ পরে আধারের কংক্রিট বিছানায়
সে বিছানায় শুয়ে বসে তারা গুনছে সবাই
ভুলে কেও গুনে বসে অদুরের লাল সাদা লাল লাল সাদা লাল হেডলাইট
হাতে জ্বলে গরীবের বেন্সন সিগারেট স্টারলাইট
আমিও ক্লান্ত হয়ে একটু আধার পেতে
খুজে নিতে ঠিকানা, একটু এগিয়ে যেতে
দেখি বসে আছে জোড়ায় জোড়ায়
বসে আছে জোড়ায় জোড়ায়
দেখি বসে আছে জোড়ায় জোড়ায়
জীবনের মানে এই কি বেশি নয়?
যার হারিয়ে গেছে সব কিছু
তার আর কিসের ভয়?
জীবন দেয়নি যাদের কিছু
তারা ঘুড়ছে এ রাতে আমার পিছু পিছু
অদুরে লেম্পপোস্টের এর ছায়ায়
কে যেন কী বলছিল আমায় ইশারায়
আমি তাকাতেই তার দিকে
এগিয়ে আসতে থাকে আমার দিকে
তারপর কাছাকাছি এসে
এগিয়ে বসlলো সে আমার পাশে
দেখি এক রূপবতি নারী
তার নাম দিলাম আধারি
কারণ সে আলো দেখেনি বহুদিন
তার স্বপ্ন সে এভাবেই হয়ে যাবে বিলিন।
অদূরেই ছুপ ছুপে আধারে
কারা যেন বসে আছে ভীর করে, কাকে ঘিরে
দেখি এক ছোট্ট মেয়ে
হাতে চায়ের কেটলি নিয়ে
তার মুখে মৃদু মৃদু হাসি
তার নাম ছিল প্রেয়সী
ঠিকানা চৌরাস্তার মোড়ে
একটাই বিছানা ছোট্ট সে সাজানো ঘরে
রাত হলে বাপ মা ঘুমিয়ে পড়ে
ভাই থাকে কাওরান বাজারে
রাত শেষে ভাইটা ঘুমায় ভোরে
আর প্রেয়সী ঘুমাতে যায় মধ্য দুপুরে।
তারপর আধারিকে সাথে নিয়ে প্রেয়সীর কাছে যাই
গিটারটা হাতে নিয়ে জীবনের গান গাই
প্রেয়সীর নাচ দেখে বৈঠক মাতোয়ারা
আরো যারা পাপি ছিল আনন্দে দিশেহারা
দূরে বসে, সুপারির ব্যাবসায়ি মকবুল পাটোয়ারি
তবলাতে, রসিক ফেরিওয়ালা কাশেম চৌধুরি
গান চলে, কখনো মরিসন আর কখনো ভান্ডারি
গিটারের তালে তালে মাথা নাড়ে মাতাল আধারি
ছুটি পেল সময় আর ছুটি পেল লেনা দেনা
আরো ছিটি পেলো যত কষ্টের ঠিকানা
গল্পের চোখ সব এক সাথে হেরে যাই
আজ কষ্ট চোদার ভিসা নাই।
كلمات أغنية عشوائية
- jamie o neal - brave كلمات أغنية
- lisa marie presley - now what كلمات أغنية
- kutless - o holy night كلمات أغنية
- ian van dahl - where are you now? كلمات أغنية
- jamie o neal - when did you know كلمات أغنية
- copeland - you love to sing كلمات أغنية
- new order - hey now what you doing كلمات أغنية
- diana degarmo - then i woke up كلمات أغنية
- john frusciante - femininity كلمات أغنية
- hot apple pie - hillbillies (love it in the hay) كلمات أغنية