kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hemanta mukherjee - tumi robe nirobe كلمات أغنية

Loading...

তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী_সম
তুমি রবে নীরবে

মম জীবন যৌবন, মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী_সম
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে

জাগিবে একাকী তব করুণ আঁখি
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি
মম দুঃখবেদন, মম সফল স্বপন
মম দুঃখবেদন, মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী_সম
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...