kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hemanta mukherjee - tui phele esechhis kare كلمات أغنية

Loading...

তুই ফেলে এসেছিস কারে
মন, মনরে আমার।
তাই, জনম গেল
শান্তি পেলি না রে
মন, মনরে আমার।।
তুই ফেলে এসেছিস কারে
মন, মনরে আমার।।

যে পথ দিয়ে চলে এলি
সে পথ এখন ভুলে গেলি রে।
যে পথ দিয়ে চলে এলি
সে পথ এখন ভুলে গেলি রে।
কেমন করে ফিরবি তাহার দ্বারে
মন, মনরে আমার।
তুই ফেলে এসেছিস কারে

মন, মনরে আমার।।

নদীর জলে থাকি রে কান পেতে
কাঁপে রে প্রাণ পাতার মর্মরেতে।
নদীর জলে থাকি রে কান পেতে
কাঁপে রে প্রাণ পাতার মর্মরেতে।
মনে হয় যে পাব খুঁজি
ফুলের ভাষা যদি বুঝি রে
মনে হয় যে পাব খুঁজি
ফুলের ভাষা যদি বুঝি রে

যে পথ গেছে সন্ধ্যা তারার পারে
মন, মনরে আমার।।

তুই ফেলে এসেছিস কারে
মন, মনরে আমার।
তাই, জনম গেল
শান্তি পেলি না রে
মন, মনরে আমার।
তুই ফেলে এসেছিস কারে
মন, মনরে আমার।।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...