
hemanta mukherjee - original كلمات أغنية
Loading...
সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা ।
সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না ॥
সেদিন বাতাসে ছিল তুমি জানো— আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ॥
যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে ।
দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে ।
এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার—
বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না ॥
كلمات أغنية عشوائية
- atrocity solution - watch the world burn كلمات أغنية
- bad co project - danger zone (part 2) كلمات أغنية
- bones - straight flush ghetto كلمات أغنية
- raekwon - good kush كلمات أغنية
- banquets - i wish i was a little more lou diamond phillips كلمات أغنية
- better luck next time - days like today كلمات أغنية
- bravo armada - a new years resolution كلمات أغنية
- animal names - i'm being purple كلمات أغنية
- bingo - magic does exist كلمات أغنية
- black kites - laundry room كلمات أغنية