
hemanta mukherjee - mon mor megher sangi كلمات أغنية
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ_দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ_দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত আলোকে
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত আলোকে
ঝঞ্ঝনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে
কলো_কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়_আহ্বানে
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ_দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো_ছলো তটিনীতরঙ্গে
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো_ছলো তটিনীতরঙ্গে
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল_তমাল_অরণ্যে
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল_তমাল_অরণ্যে
ক্ষুব্ধ শাখার আন্দোলনে
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ_দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
كلمات أغنية عشوائية
- imperia (band) - my sleeping angel كلمات أغنية
- go go girls - mega love كلمات أغنية
- kavula - foodgasm كلمات أغنية
- lil heb - northsouth كلمات أغنية
- musicbyvesta - how singers cry كلمات أغنية
- chany z - ligne bleue كلمات أغنية
- osmani garcia - sacúdete la arena (remix) كلمات أغنية
- joistarr - keep it movin' كلمات أغنية
- mc odysé - double je كلمات أغنية
- the teenagers - french kiss كلمات أغنية